জ্যাসলিনের গান শুনে তীব্র সমালোচনা অন্তরার। গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।
জেন জ়ি প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় গায়িকা জ্যাসলিন রয়্যাল। ইনস্টাগ্রামে তাঁর গাওয়া গানে রিলও হয় ভুরি ভুরি। নেটপাড়ায় তাঁর অনুসরণকারীর সংখ্যা ঊর্ধ্বমুখী । কিন্তু এ বার খোলা মঞ্চে গান গাইতে গিয়ে ফাঁপরে পড়লেন জ্যাসলিন। তাঁর গান শুনে কেউ বলেছেন, ‘অটোটিউন প্রজন্মের গায়িকা’, কেউ আবার গান থামাতে বলেছেন। নেটমহলে একটা বড় অংশের দাবি, জ্যাসলিন নাকি ‘বড্ড বেসুরো’। যদিও এত দিন নাকি তা বোঝা যায়নি। বিশ্বমানের ব্যান্ড ‘ক্লোডপ্লে’র সঙ্গে জ্যাসলিনের গানের কোনও সমতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই দাবি নেটমহলের একাংশের। মুম্বইয়ে ‘ক্লোডপ্লে’র অনুষ্ঠানের সূচনা হয় জসলিন রয়্যালের গানে। নিমেষে ভাইরাল ভিডিয়ো, শুরু হয় সমালোচনা। ইতিমধ্যে পরিচালক বিবেক অগ্নিহোত্রী কটাক্ষ করেছেন জ্যাসলিনকে। পিছিয়ে রইলেন না এ বছরের হিট্ ‘কিশোরী’ গানের গায়িকা অন্তরা মিত্র। বলিউডের ডাকাবুকোদের কোন অনুরোধ করলেন?
রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে উত্থান। তার পর ‘রাজনীতি’ ছবিতে ‘ভিগি সি’ গানের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক। বছরের পর বছর পরিশ্রম। ধীরে ধীরে বলিউডে স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন বাংলার মেয়ে অন্তরা। ‘ক্লোডপ্লে’র অনুষ্ঠানে জ্যাসলিনের গান শুনে গর্জে উঠলেন অন্তরা। শুধু অন্তরা নন, জ্যাসলিনকে চাঁচাছোলা আক্রমণ করেন সুরকার বিশাল দদলানিও। যদিও পরবর্তীতে সেই পোস্ট মুছে দেন বিশাল। এ দিকে অন্তরা বলেন, ‘‘জানি খুব নির্লজ্জের মতো কথাটা বলছি। আমার মনে হয়, একই ক্ষেত্রের লোক হয়ে বলাটা দরকার। তা ছাড়া আমারও সাহস রয়েছে। আমি সব বড় বড় লোকেদের বলব দয়া করে সঙ্গীতকেই সকলের উপরে রাখুন। পরে নম্বর নিয়ে ভিউ নিয়ে মাথা ঘামাবেন।’’ এখনও কটাক্ষের কোনও প্রতিক্রিয়া দেননি জ্যাসলিন। সুরের অভাব, তবে অনুষ্ঠানের ছবি পোস্ট করতে কার্পণ্য করেননি গায়িকা।