madhuri dixit

Madhuri Dixit: এই মাসেই আসছে ‘দ্য ফেম গেম’, রহস্যে মোড়া সিরিজ দিয়ে ওটিটি-অভিষেক মাধুরীর

সিরিজ়ের গল্প অনুযায়ী সুপারস্টার অনামিকা হঠাৎই একদিন নিরুদ্দেশ হয়ে যায়। তার সন্ধানে নামে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫১
Share:

মাধুরী।

ওটিটি প্ল্যাটফর্মে প্রথম বার দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। ফেব্রুয়ারির শেষে মুক্তি পেতে চলেছে তাঁর নেটফ্লিক্স সিরিজ় ‘দ্য ফেম গেম’। সিরিজ়ের মুখ্য চরিত্র অনামিকা আনন্দের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিরিজ়ের ট্রেলার। সিরিজ়ের গল্প অনুযায়ী সুপারস্টার অনামিকা হঠাৎই একদিন নিরুদ্দেশ হয়ে যায়। তার সন্ধানে নামে পুলিশ। স্বামী, ছেলে-মেয়েদের বয়ান থেকে এক অন্য অনামিকাকে আবিষ্কার করে তারা। আসলে অনামিকা কে? কোথায় হারিয়ে গিয়েছে? এই সব প্রশ্নকে কেন্দ্রে রেখেই আবর্তিত হবে সিরিজ়টি। মাধুরীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় কপূর। ‘আঁখিয়া মিলাউ কভি আঁখিয়া চুরাউ’ জুটিকে আবার নতুন রূপে দেখা যাবে পর্দায়। অন্য দিকে মাধুরী ও মানব কওলের রসায়নের কিছু মুহূর্তও রয়েছে সিরিজ়ে।

Advertisement

ইনস্টাগ্রামে সিরিজ়ের ট্রেলার শেয়ার করে মাধুরী লিখেছেন, ‘‘শুনেছিলাম, স্টারডম এক মুহূর্তে হারিয়ে যেতে পারে, কিন্তু একজন সুপারস্টারই যদি হারিয়ে যায়! এমন তো কখনও শুনিনি। নিজের ‘পারফেক্ট’ জীবনের গল্প বলতে অনামিকা আনন্দ আসছে, খুব তাড়াতাড়ি।’’ তিন বছর আগে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কলঙ্ক’। তবে অনেক দিন পরে এই সিরিজ়ে তাঁকে দেখা যাবে মুখ্য চরিত্রে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement