R Madhavan

‘দেখা করতে চাই’, খুদে ভক্তের অনুরোধ ফেরালেন মাধবন

আসলে মাধবনের সঙ্গে দিন কয়েক আগেও এক বার দেখা করতে গিয়েছিল মীরা। প্রিয় অভিনেতা বাড়ির পাশে শ্যুটিং করছেন শুনে বাবা-মায়ের হাত ধরে পৌঁছে যায় সেখানে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৬:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

তোমাকে ভাল রাখার জন্যই তোমার সঙ্গে দেখা করতে পারছি না। খুদে ভক্তকে এ ভাবেই বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে দিলেন অভিনেতা রঙ্গনাথন মাধবন

Advertisement

ছোট্ট মীরার বয়স বছর চারেক। বাড়ি চেন্নাই। যদিও বাবা মায়ের সঙ্গে আপাতত সে থাকছে হরিয়ানার একটি আবাসনে। আর সেখানেই চলছে মাধবনের পরের ছবির শ্যুটিং। তাই অভিনেতার সঙ্গে দেখা করতে চেয়ে টুইট করে মীরা। জবাবে মাধবন লেখেন, ‘তোমার সঙ্গে দেখা করতে আমার ভালই লাগত। কিন্তু এই কোভিড পরিস্থিতির জন্য পারছি না। কারণ তোমার ভাল থাকা, সুরক্ষিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। শ্যুটিংয়ে এত লোকজনের মধ্যে তোমাকে সুরক্ষিত রাখা যাবে না। আর তোমার মতো মিষ্টি মেয়ের সুরক্ষা নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না’।

আসলে মাধবনের সঙ্গে দিন কয়েক আগেও এক বার দেখা করতে গিয়েছিল মীরা। প্রিয় অভিনেতা বাড়ির পাশে শ্যুটিং করছেন শুনে বাবা-মায়ের হাত ধরে পৌঁছে যায় সেখানে। কিন্তু, দরজা থেকেই তাকে ফিরিয়ে দেন মাধবনের রক্ষীরা। বলে দেন, অভিনেতার সঙ্গে দেখা করার বয়স হয়নি তার। দেখা করতে হলে নাকি আরও বড় হতে হবে মীরাকে। তার পর তার সঙ্গে দেখা করবেন মাধবন।

Advertisement

আরও পড়ুন: কোনও দিন স্বীকারই করেননি, জেসিকা হাইন্সের ছেলে জান কি আমিরের চতুর্থ সন্তান?

আরও পড়ুন: ‘আই অ্যাম ব্যাক’, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রেমো ডি’সুজা

হতাশ মীরা এর পরই টুইটারে যোগাযোগ করেন মাধবনের সঙ্গে। বাবার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে লেখেন, ‘আমি মীরা, চেন্নাইয়ে থাকি। কিন্তু এখন হরিয়ানার একটি আবাসনে আছি, যেখানে আপনি শ্যুটিং করছেন। আমি আমার বাবার অ্যাকাউন্ট থেকে এই টুইট পাঠাচ্ছি আপনাকে। যাতে আপনার সঙ্গে দেখা করতে পারি’। বাবার সাহায্যে লেখা মীরার ওই টুইট চোখে পড়ে অনেকেরই। বেশ কিছু নেটিজেন মীরার টুইট ট্যাগ করে মাধবনকে তাঁর সঙ্গে দেখা করতেও বলেন। তার পরই খুদে ভক্তর টুইটের জবাব দেন মাধবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement