Rabindranath Tagore's Birthday celebration

কবিতা, ছবি, সঙ্গীতে রবীন্দ্র-বরণ, সঙ্গে পার্বতী বাউল ও গৌতম হালদার

‘আনন্দসভা’-র উদ্যোগে আশিস গোস্বামীর সহায়তায় ‘জোড়াসাঁকো’ প্রযোজনা পরিপূর্ণ রূপ পেয়েছে। কবিতা, গান আর ছবির এই চলনকে বেঁধে রেখেছেন রূপক বসু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২০ ১৫:০৪
Share:

পার্বতী বাউল। ফেসবুক থেকে নেওয়া ছবি।

অমল যদি পৃথিবীর সব অসুখের মুখ হয় তা হলে সুধা কী? সুধার হাতের ফুল কি সেই রোগ নিবারণের সঙ্কেত? বিভিন্ন নারী চরিত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়ে দিয়েছেন। সে রকম কিছু মুখ নিয়ে কবিতা লিখেছেন রাজীব চক্রবর্তী। কবিতার ভাবনা থেকেই ছবি আঁকলেন সনাতন দিন্ডা। সুরঙ্গমা, লাবণ্য, সুধা, নন্দিনী— যাঁদের প্রত্যেকের মধ্যেই বিপন্নতাকে দূর করার শক্তি নতুন পথের সন্ধান দিয়েছে। “সেই নারীদের নিয়েই আমার কবিতা।” বললেন রাজীব চক্রবর্তী।

Advertisement

কবিতা আর ছবির মধ্যে গান এসেছে একেবারে মেঠো মেজাজে। “কবিতার মধ্যে মিউজিকের ব্যবহার করেছি আমরা। কিন্তু গানের সঙ্গে কোনও মিউজিক ব্যবহার করিনি। পার্বতীদির গলাতেই সব বলা হয়ে গিয়েছে”, বললেন সঙ্গীত আয়োজক আশু চক্রবর্তী। ‘আনন্দসভা’-র উদ্যোগে আশিস গোস্বামীর সহায়তায় ‘জোড়াসাঁকো’ প্রযোজনা পরিপূর্ণ রূপ পেয়েছে। কবিতা, গান আর ছবির এই চলনকে বেঁধে রেখেছেন রূপক বসু।

সামাজিক দূরত্বের বিধি বলবৎ থাকছে। তাই ১৪২৭-এর ২৫ বৈশাখ ভার্চুয়াল মাধ্যম, অর্থাৎ ফেসবুক মুখরিত হবে পার্বতী বাউলের গানে, ‘তুমি ডাক দিয়েছ কোন সকালে…’। কবিতা পাঠে গৌতম হালদার।

Advertisement

আরও পডু়ন: গাছের ছায়ায় বিয়ে করা প্রাক্তন মিস ইন্ডিয়া ও নায়িকার সঙ্গেই দীর্ঘ দাম্পত্য পরেশের

আরও পডু়ন: রং কেন সাদা, এর নাম কেন ‘হোয়াইট হাউস’ জানেন?​

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.i• ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement