OTT

বৃষ্টিতে বানচাল সপ্তাহান্তের প্ল্যান? ওটিটি প্ল্যাটফর্মেই মুশকিল-আসান!

সপ্তাহান্ত বলে কথা। অথচ বর্ষার তোড়ে বাইরে ঘুরতে বেরোনোর জো নেই। সময় কাটাতে ভরসা ওটিটি প্ল্যাটফর্মই।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ১৮:১০
Share:

সপ্তাহান্তে কোন কোন ছবি ও সিরিজ় দেখবেন? ছবি: সংগৃহীত।

সপ্তাহভর অফিস। তার পর সপ্তাহান্তেও বৃষ্টির ঘ্যানঘ্যান। বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে বাইরে ঘুরতে বেরোনোর সব পরিকল্পনা ভেস্তে গেলে কি আর মন ভাল থাকে! তবে মন ভাল করার উপায় আছে বইকি! হাতের কাছেই রয়েছে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। সেই সব প্ল্যাটফর্মে ছবি ও সিরিজ়েরও কমতি নেই। চলতি সপ্তাহান্তে দেখে নিতে পারেন এমনই বেশ কয়েকটি ছবি ও সিরিজ়।

Advertisement

আবার প্রলয়

রাজ চক্রবর্তী পরিচালিত এই সিরিজ় এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় সিরিজ়। দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে ‘আবার প্রলয়’। ভরা বর্ষার এই সপ্তাহান্তে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ১০টি পর্বের এই সিরিজ় দেখে নিতেই পারেন ওটিটি প্ল্যাটফর্ম জ়ি ফাইভে।

Advertisement

শহরের উষ্ণতম দিনে

অরিত্র সেন পরিচালিত এই ছবি গত মে মাসে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। প্রেক্ষাগৃহে সাড়া জাগানোর পরে এ বার ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেল বিক্রম চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায় অভিনীত ছবি ‘শহরের উষ্ণতম দিনে’। শহরের নস্টালজিয়া ও প্রেমের গল্পে মোড়া এই ছবি মন কেড়েছিল সব বয়সের দর্শকের। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তড়িঘড়ি জ়ি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির সিদ্ধান্ত নির্মাতাদের। বন্ধুদের সঙ্গে বসে সপ্তাহান্তে দেখে নিতে পারেন এই ছবিও।

ড্রিম গার্ল

সদ্য মুক্তি পেয়েছে রাজ শান্ডিল্য পরিচালিত ছবি ‘ড্রিম গার্ল ২’। প্রথম ছবির সাফল্যের পরে ‘ড্রিম গার্ল’ ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি এটি। যদিও দ্বিতীয় ছবি, প্রথমটির সিক্যুয়েল নয়, তবে প্রেক্ষাগৃহে দ্বিতীয় ছবি দেখার আগে ‘ড্রিম গার্ল’ দেখে নেওয়ার ভাবনা মন্দ নয়। আয়ুষ্মান খুরানার দুর্দান্ত অভিনয় এবং হালকা মেজাজের এই ছবি বর্ষার সপ্তাহান্তে আপনার মেজাজ ভাল করবেই করবে।

সত্যপ্রেম কি কথা

কার্তিক আরিয়ান ও কিয়ার আডবাণী অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত জুন মাসে। বছরের প্রথম ছবি ‘শেহজ়াদা’য় বড়সড় ধাক্কা খাওয়ার পরে এই ছবির মাধ্যমে বক্স অফিসে ফের নিজের জমি খুঁজে পেয়েছিলেন কার্তিক। পাশাপাশি, প্রশংসিত হয়েছিল কিয়ারার অভিনয়ও। হালকা মেজাজের পারিবারিক এই ছবির মাধ্যমে গুরুত্বপূর্ণ এক সামাজিক বার্তাও দিয়েছেন নির্মাতারা। বৃষ্টির দিনে মন ভাল করতে দেখে নিতে পারেন কার্তিক ও কিয়ারা যুগলবন্দি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement