Roshan Singh

‘পেশি গড়তে সম্পর্ক ভাঙা জরুরি’, রোশনের পরে নিখিলের জিম-প্রেম দেখে খোঁচা নেটাগরিকদের

নিখিল এ ব্যাপারে নীরব। তাঁর হয়ে ভারী মজার উত্তর দিয়েছেন এক নেটাগরিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫১
Share:

রোশন এবং নিখিল।

দু’জনের স্ত্রী-ই মুখ ফিরিয়েছেন। ভাঙা হৃদয় জোড়া লাগানোর বদলে আপাতত দুই স্বামীই শরীর গড়ায় ব্যস্ত। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী রোশন সিংহ এবং নুসরত জাহানের স্বামী নিখিল জৈন। কেন? রোশনের মতোই নিখিলও আস্তে আস্তে ফিটনেস ফ্রিক হয়ে উঠছেন! নিয়মিত জিমে কসরত করছেন। সেই ছবি পোস্টও করছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘আগে যাতে হোঁচট খেতাম, এখন সে সবে দিব্যি অভ্যস্ত হয়ে উঠছি।’ কথার সত্যতা প্রমাণে টি-শার্টের হাতার ফাঁক দিয়ে হালকা পেশিও দেখা গিয়েছে তাঁর।

Advertisement

অর্থাৎ, আগে জিমের সময় পেতেন না, এখন তাতেই মন দিয়েছেন?

নিখিল এ ব্যাপারে নীরব। তাঁর হয়ে ভারী মজার উত্তর দিয়েছেন এক নেটাগরিক। বলেছেন, ‘পেশি গড়তে গেলে হৃদয় ভাঙতে হয়! রসিকতা নয়, এটা বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত সত্য। কারণ, আপনি যখন প্রেমের সম্পর্কে থাকেন, তখন নিজের দিকে মনোযোগ দেওয়ার সময় পান কখন’? উদাহরণ হিসেবে তিনি দেশের দুই বিশিষ্ট জনের উদাহরণও দিয়েছেন, ‘এই জন্যেই বেশির ভাগ সফল পুরুষ অবিবাহিত। যেমন, আবদুল কালাম, নরেন্দ্র মোদী। যদিও এই মুহূর্তে আপনার জীবনে মাসল ততটাও জরুরি নয়। বদলে, সুখী দাম্পত্যের শুভেচ্ছা রইল আপনার জন্য’।

Advertisement

এত দিন নানা ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করে সমবেদনাই পেয়েছেন সাংসদ-তারকার স্বামী। এই প্রথম খোঁচা খেলেন! নুসরত-যশও এখন রাজনীতির ময়দানে পরস্পরের বিরোধী পক্ষ। তাই কি ‘সুখী দাম্পত্য’-এর কথা বলে ভাঙা সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত দিলেন নেটাগরিক? অনেকেই তেমনই ভাবছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement