Puri Jagannadh

Puri Jagannadh: অতিমারিতে কেন বাড়ছে বিবাহবিচ্ছেদ? ব্যাখ্যা দিলেন পরিচালক

এই সময়ে দম্পতিদের একে অপরের সঙ্গে কম সময় কাটানোর উপদেশ দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ২২:১৭
Share:

পুরী জগন্নাথ।

ছবির তৈরির পাশাপাশি ইউটিউবেও বেশ সক্রিয় ‘ লাইগার’-এর পরিচালক পুরী জগন্নাথ। সেখানে নিজের চ্যানেলে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। সম্প্রতি বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর একটি অডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। একাকিত্ব কাটিয়ে ওঠার জন্য বিয়ে না করার উপদেশ দিয়েছেন পরিচালক।

তিনি বলেছেন, “পুরুষ এবং নারী বিয়ের জন্য তৈরি নয়। তারা একে অপরের সঙ্গে যত বেশি কথা বলবে, বিবাহবিচ্ছেদের সম্ভাবনা তত বেড়ে যাবে। তাই অতিমারিতে এত বিবাহবিচ্ছেদ হচ্ছে।”

এই সময়ে দম্পতিদের একে অপরের সঙ্গে কম সময় কাটানোর উপদেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, “একে অপরের সঙ্গে বেশি কথা বলবেন না। মুখোমুখি হয়ে শোবেন না। বন্ধুদের সঙ্গে কথা বলুন, টিভি দেখুন। এই কঠিন সময়ে নিজেদের সম্পর্ককে বাঁচান।” বিবাহবিচ্ছেদ ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলে আরও অন্যান্য বিষয়ে কথা বলেন তিনি।

Advertisement

‘লাইগার’ ছবিতে বিজয় দেবারাকোন্ডা এবং অনন্যা পাণ্ডেকে নিয়ে কাজ করেছেন তিনি। হিন্দি এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement