Entertainment News

জীবন পারফেক্ট নয়! কেন বললেন জয়া?

নেটিজেনদের রোজের চর্চার বিষয় এখন জয়ার সাজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:২৪
Share:

ছবি: সংগৃহীত।

ছুটির মেজাজে জয়া। নিজেকে সাজিয়ে তুলছেন কখনও রিতু কুমারের পোশাকে। শনিবারে ভক্তদের চমকে দিচ্ছেন টিকটকে। আবার কখনও ছাইরঙা নরম ডোরাকাটা বাহারি টপে শরীর মুড়ে লিখছেন ‘রূপোলীকাব্য’। নেটিজেনদের রোজের চর্চার বিষয় এখন জয়ার সাজ।

Advertisement

এর মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জয়া, ‘জীবন সব সময় পারফেক্ট হতে পারে না। কিন্তু নখ হতে পারে।’

ছবিতে দেখা যাচ্ছে তিনি স্যালোঁতে। ক্রিম রঙের পোশাকে তাঁর লম্বা সুন্দর ম্যানিকিওর করা নখের ছবি দিয়েই পাগল করে দিয়েছেন ও পারের ‘পদ্মা’।

Advertisement

আরও পড়ুন: সত্যজিতের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ, বড়পর্দায় ফের অপু-দুর্গা

আরও পড়ুন: টলি তারকারা দলে দলে এখন রাজনীতিতে, ছবিতে তার প্রতিফলন কোথায়?

কেউ কমেন্টে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন জয়াকে। কেউ জয়ার সঙ্গে সময় কাটাতে চাইছেন।

জয়া বাংলাদেশে সদ্যই শেষ করেছেন একটি রান্নার বিজ্ঞাপনের শুট। বাংলাদেশেই একটি স্যালোঁর উদ্বোধন করতে গিয়েই এই ছবি পোস্ট করেন জয়া। ফ্যাশন নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌন্দর্য মানুষের ভেতরের। আর ফ্যাশন তার বাইরের প্রকাশমাত্র।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement