Lata Mangeshkar

শুধু ইমিটেশন হয়ে লাভ নেই, রানুদের পরামর্শ দিলেন লতা

লতার বক্তব্য, “আমার, কিশোরদার অথবা মুকেশ ভাইয়ের গান গেয়ে উঠতি গায়কেরা সাময়িক খ্যাতি পেতে পারে। কিন্তু তার স্থায়িত্ব বড় কম।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০০
Share:

রানু এবং লতা।

Advertisement

বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ রানু মণ্ডলের গলাকে তুলনা করা হচ্ছিল লতা মঙ্গেশকরের সঙ্গে। রানুর গলায় লতার গান ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ ভাইরাল হওয়ার পরেই অধিকাংশের দাবি ছিল এমনটাই।

কিন্তু লতার মতো একজন লেজেন্ড-এর সঙ্গে তুলনা কি আদৌ যৌক্তিক? প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। এবার তা নিয়ে মুখ খুললেন স্বয়ং লতা মঙ্গেশকর।

Advertisement

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে লতা বলেন,“যদি আমার নাম এবং কাজের সৌজন্যে কারও ভাল হয়, তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। কিন্তু, আমি মনে করি কাউকে নকল করা কখনও স্থায়ী এবং নির্ভরযোগ্য সমাধান হতে পারে না।”

লতার বক্তব্য, “আমার, কিশোরদার অথবা মুকেশ ভাইয়ের গান গেয়ে উঠতি গায়কেরা সাময়িক খ্যাতি পেতে পারে। কিন্তু তার স্থায়িত্ব বড় কম।”

রিয়েলিটি শো-তে যে সমস্ত উঠতি গায়ককে দেখা যায় তাঁদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তিনি। বলছিলেন, “অনেক বাচ্চা রয়েছে যারা আমার গান খুব সুন্দর গায়। কিন্তু কত জন তাঁদের মনে রাখে বলুন তো? প্রথম সাফল্য পাওয়া সহজ। কিন্তু তা ধরে রাখাই আসল। আমার চেনা শুধু মাত্র সুনিধি এবং শ্রেয়া ছাড়া আর কাউকেই কি সে ভাবে মনে রেখেছে কেউ?”

তাঁর পরামর্শ: “আসল হও। কাউকে নকল কোরো না। যদি আশা নিজের স্টাইলে গান না গেয়ে আমাকে নকল করত তবে সে-ও আজ আশা হত না।”

আরও পড়ুন-ব্যক্তিগত জীবনের নিঃসঙ্গতাই কি রাজ বব্বরের কাছাকাছি এনেছিল প্রতিভাময়ী স্মিতা পাতিলকে!

আরও পড়ুন- ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এর আরও একটি গান রেকর্ড করলেন রানু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement