Lara Dutta

Lara Dutta: ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল! ‘পাগল পাগল লাগছে’, বলছেন লারা

লারা বলেন, “গতকাল থেকে প্রচুর মিম এবং মেসেজ পেয়েছি। সবাই আমাকে বলেছেন, আমি নাকি ডেটিং অ্যাপে প্রোফাইল খুলেছি।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ২০:৪৯
Share:

নিজের ভুয়ো প্রোফাইল দেখে অবাক লারা।

ডেটিং অ্যাপে লারা দত্তের ভুয়ো প্রোফাইল। বিষয়টি জানতে পেরে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন লারা। জানান, সেই নির্দিষ্ট অ্যাপে যে প্রোফাইলটি দেখা যাচ্ছে, সেটি তিনি তৈরি করেননি।

লারার ভুয়ো প্রোফাইলটি নজরে আসতেই মিম-মেসেজের বন্যা। ভিডিয়োয় লারা বলেন, “গতকাল থেকে প্রচুর মিম এবং মেসেজ পেয়েছি। সবাই আমাকে বলেছেন, আমি নাকি ডেটিং অ্যাপে প্রোফাইল খুলেছি। কাল থেকে আমার পাগল পাগল লাগছে। সবাইকে বলার চেষ্টা করছি সত্যিটা কী।” তিনি আরও বললেন, “আমার মনে হল অনলাইনে এখনই সত্যিটা বলা ভাল। আমি কোনও ডেটিং অ্যাপে নেই। আগেও ছিলাম না।”

Advertisement

লারা বললেন, ডেটিং অ্যাপগুলি নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। তাঁর কথায়, “আমি মনে করি, ডেটিং অ্যাপের মাধ্যমে সত্যিই দু’জন মানুষের পরিচয় হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি এমন কোনও অ্যাপ ব্যবহার করছি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement