Smriti Irani

Kyuki Saas Bhi Kabhi Bahu Thi: কেন্দ্রীয় মন্ত্রী আবার ছোট পর্দায়, স্মৃতি ফিরলেন ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-তে

  • ১৪ বছর পরে আবার স্মৃতি ইরানিকে ছোটপর্দায় দেখা যাবে। 
  • ফিরল তাঁর জনপ্রিয়তম ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’।
  • গত বুধবার থেকে প্রতি দিন বিকেল ৫টা নাগাদ স্টার প্লাসে দেখ যাচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৮
Share:

‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-তে স্মৃতি

‘তুলসি’, ‘মিহির’। শুনে কী মনে পড়ে? ‘রিশতো কে ভি রূপ বদলতে হ্যাঁয়’। এ বার মনে পড়ছে? ঠিক ধরেছেন, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’! সেই স্মৃতি ইরানি সোজা টেলিভিশন পর্দায় দেখা দেবেন। ১৪ বছর পরে আবার তাঁকে ছোটপর্দায় দেখা যাবে। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী হিসেবে না, অভিনেত্রী হিসেবে।

Advertisement

কারণ তিনি ফিরলেন ‘তুলসি’ হয়ে। তাঁর জনপ্রিয়তম ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিক ফিরল স্টার প্লাসে। ১৮০০ পর্বের সেই ধারবাহিকটি দর্শকে টেলিভিশনে। ২০০০ সাল থেকে ২০০৮ পর্যন্ত চলেছিল সেই ধারাবাহিক।

গত বুধবার থেকে প্রতি দিন বিকেল ৫টা নাগাদ স্টার প্লাসে দেখ যাচ্ছে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’। এই তথ্য দিয়ে প্রযোজক একতা কপূর ধারবাবাহিকের পুরনো প্রোমোটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘কত কত স্মৃতি চোখের সামনে ভাসছে। কত মানুষ ভালবেসেছিলেন এই ধারাবাহিককে। সেই ভালবাসার সঙ্গে যুক্ত হোন আপনারাও।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement