Arjun Kapoor

মালাইকাকে ছেড়ে কৌতুকাভিনেত্রীর প্রেমে মজে অর্জুন, অবশেষে মুখ খুললেন কুশা

কিছু দিন ধরেই আলাদা আলাদা দেখা যাচ্ছে অর্জুন-মালাইকাকে। তাঁদের সম্পর্কে নাকি প্রবেশ ঘটেছে তৃতীয় ব্যক্তির। তিনি সমাজমাধ্যম প্রভাবী কুশা কপিলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৩ ১৭:৪০
Share:

(বাঁ দিকে) অর্জুন কপূর, কুশা কপিলা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বিবাহবিচ্ছেদের পর ১১ বছরের ছোট অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা আরোরা।দীর্ঘ পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছেন দুই তারকা। বরাবরই তাঁদের সম্পর্ক নিয়ে বিশেষ কৌতুহূল অনুরাগীদের। তবে হঠাৎই গুঞ্জন, সম্পর্কে নাকি চিড় ধরেছে অর্জুন-মালাইকার। শোনা যাচ্ছিল, সমাজমাধ্যম প্রভাবী তথা কৌতুকাভিনেত্রী কুশা কপিলার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি সম্পর্কে ভাঙন ধরেছে তাঁদের। কর্ণ জোহরের পার্টি থেকেই নাকি বন্ধুত্ব গভীর হয় কুশা-অর্জুনের। তার জেরেই নাকি মালাইকার সঙ্গে বিচ্ছেদ অর্জুনের! এ দিকে দিন কয়েক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে কুশার। যার ফলে এই গুঞ্জনের পালে আর একটু বেশি বাতাস লেগেছে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুলেলন কুশা।

Advertisement

যে অর্জুন সর্বক্ষণই প্রায় মালাইকার সঙ্গে ঘুরতেন, তিনি নাকি এখন একা একা ঘুরে বেড়াচ্ছেন। একাই ছবি দিচ্ছেন। আবার অন্য দিকে মালাইকাকেও দেখা গিয়েছে একা পার্টি করতে। গায়ক এপি ধিলনের পার্টিতে একাই দেখা গিয়েছে অভিনেত্রীকে। ব্যস্‌, তাতেই অনেকে বলাবলি করতে শুরু করেন, তাঁদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। আর তার কারণ হলেন কুশা। সম্প্রতি তাঁকে নিয়ে নিত্যনতুন যে সব খবর প্রকাশ্যে আসছে তা দেখে কুশা বলেন, ‘‘আমাকে নিয়ে রোজ এত নতুন গল্প! ভাগ্যিস আমার মা দেখেননি।’’ অন্য দিকে, অর্জুন-মালাইকার ঘনিষ্ঠরা জানাচ্ছেন অন্য কথা। তাঁদের অন্দরের খবর, এই জল্পনা শুনে দু’জনেই খুব হাসাহাসি করেছেন। এ ধরনের আলোচনা তাঁদের দু’জনের কাছেই খুব হাস্যকর বলে মনে হয়েছে। তাই এখন আর এই বিষয় নিয়ে কোনও মন্তব্যই করতে চান না তাঁরা। আপাতত নিজেদের কাজে মন দিতে চান অর্জুন এবং মালাইকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement