Pooja Bandyopadhyay

Pooja Banerjee: প্রবল খিদেয় অভিনয় ভুলছেন! সেটে কী ভাবে পেট ভরাচ্ছেন অন্তঃসত্ত্বা পূজা?

সেটে শ্যুটিং থেকে ছাড় পেলেই তাঁকে গ্রাস করছে প্রবল খিদে! অথচ তিনি বাড়িতে নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৫
Share:

পূজাকে আগলে রাখছেন তাঁর সহকর্মীরা।

গর্ভধারণের শেষ তিন মাসে পৌঁছেছেন হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’র পূজা বন্দ্যোপাধ্যায়। মার্চে সন্তান আসবে তাঁর। এ দিকে খিদের জ্বালায় সারাক্ষণ ছটফট করছেন তিনি। একেক সময় বুঝি অভিনয়েও ভুল হয়ে যাচ্ছে! সেটে শ্যুটিং থেকে ছাড় পেলেই তাঁকে গ্রাস করছে প্রবল খিদে! অথচ তিনি বাড়িতে নেই। বাইরের খাবার খাওয়াও এই সময়ে তাঁর এবং আসন্ন সন্তানের স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। অতঃকিম? কী খেয়ে পেট ভরাবেন সেই সময়? সম্প্রতি, এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে সে কথা ফাঁস করেছেন পূজা। অভিনেত্রীর দাবি, সেটে কেউ তাঁকে বুঝতেই দেন না তিনি বাড়িতে নেই। সবাই তাঁর জন্য নানা প্রদেশের রান্না বাড়ি থেকে রেঁধে নিয়ে আসেন। সেই সব খেতে খেতেই দিনের শেষে পেট ভরে যায় তাঁর।

Advertisement

খাবারের তালিকায় কী কী থাকে? পূজার কথায়, ‘‘কী নেই তালিকায়। আমি দক্ষিণ ভারতীয় রান্না খেতে খুব ভালবাসি। কিরণ ভার্গব নিজে হাতে রকমারি দক্ষিণী রান্না রেঁধে আনেন আমার জন্য। এ ছাড়া, আচার, ভাজা, নোনতা তো থাকেই। সব খাবার বাড়িতে বানানো। ফলে, ভরপেট খেয়েও কোনও কষ্টই হয় না।’’

অভিনেত্রী আরও জানিয়েছেন, যে দিন থেকে তাঁর গর্ভধারণের কথা জেনেছেন সবাই সে দিন থেকেই কাজের জায়গায় তিনি রীতিমতো তোয়াজে আছেন। সর্বক্ষণ সবাই তাঁর দিকে খেয়াল রাখছেন। একটা শট দেওয়ার পরেই তাঁকে চেয়ার এগিয়ে দিচ্ছেন কেউ না কেউ। বারেবারে তাঁকে জিজ্ঞেস করা হয়, নির্দিষ্ট সময়ে তিনি খাওয়াদাওয়া করছেন তো? পূজার দাবি, মনে হচ্ছে, ‘‘আমি যেন বাড়ির থেকেও বেশি যত্নে আছি ধারাবাহিকের সেটে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement