Sana Saeed

বাগ্‌দান সারলেন শাহরুখের পর্দার কন্যা অঞ্জলি, পাত্রকে চেনেন?

বাগ্‌দান সেরে ফেললেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী সানা সৈয়দ। শাহরুখ খানের রিল লাইফ কন্যার মনের মানুষকে চেনেন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৫:৪৯
Share:

শাহরুখ খানের রিল লাইফ কন্যা , বাগ্‌দান সারলেন নতুন বছরে। ছবি: সংগৃহীত।

শাহরুখের পর্দার কন্যা অ়ঞ্জলির কথা মনে আছে। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির প্রাণবন্ত, বাচ্চা মেয়েটা যার কথার ধারে কুপোকাত হতে হত বাবা রাহুলকে। সেই মেয়ে এখন পরিণত নারী। কথা হচ্ছে অভিনেত্রী সানা সৈয়দের। নতুন বছরে বাগ্‌দান সারলেন অভিনেত্রী। তাও আবার বিদেশের মাটিতে। প্রেমিক সাবা ওয়াগনাররে সঙ্গে লস অ্যাঞ্জেলসে আংটিবদল করলেন অভিনেত্রী। পাত্র কে, কোথায় থাকেন, জানেন?

Advertisement

কিছু কিছু প্রেমের গল্প যেন সত্যি টেলর সুইফ্‌টের ‘লভ স্টোরি’ গানের মতো। সানা-সাবার ক্ষেত্রে এ কথাটা অনেকটাই সত্যি। প্রিয়তমাকে একেবারে প্রথা মেনেই হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দেন অভিনেত্রীর প্রেমিক। হিরের আংটি পরে সম্মতি জানালেন সানাও। নেপথ্য বাজছিল ‘লাভ স্টোরি’ গানটি। গোটা ভিডিয়োটা নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন সানা। নতুন এই যুগলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন ইন্ডাস্ট্রিতে তাঁর সতীর্থরা।

প্রেমজীবন নিয়ে বিশেষ কোনও রাখঢাক রাখেননি সানা। সদ্য প্রেমিক সাবা ওয়াগনরের সঙ্গে বছর পার করেছেন। এ বার এক ধাপ উত্তরণ ঘটতে চলেছে তাঁদের সম্পর্কের। পেশায় সাউন্ড ইঞ্জিনিয়ার সানার প্রেমিক সাবা আমেরিকার বাসিন্দা। সানার জন্ম লন্ডনে। যদিও তাঁর বড় হয়ে ওঠা মুম্বইতে। মাত্র ১০ বছর বয়সে বড় পর্দায় অভিষেক। কর্ণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে। তার পর ‘বাদল’ এবং ‘হর দিল যো প্যায়ার করেগা’ ছবিতেও শিশুশিল্পী হিসাবে কাজ করেন তিনি। মাঝে লম্বা বিরতি। যুবতী সানাকে ফের দেখা যায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে। তবে প্রথম ছবিতে যে জনপ্রিয়তা পান তিনি, বড় হয়ে সেই জনপ্রিয়তা পাওয়া হয়নি সানার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement