Kriti Sanon

বাবার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মধ্যবিত্ত পরিবারের জীবনবোধ আঁকড়েই পথ চলছেন কৃতি

তারকা হলেও মধ্যবিত্ত পরিবারের মূল্যবোধকে আঁকড়ে বাঁচতে চান কৃতি শ্যানন। জানালেন অন্য আখ্যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৪ ১৩:০৫
Share:

মা ও বাবার সঙ্গে কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত।

বলিউডের চর্চিত অভিনেত্রীদের মধ্যে রয়েছে তাঁর নাম। তারকা হিসাবেই এখন পরিচিত তিনি। কিন্তু কৃতি শ্যানন উঠে এসেছেন মধ্যবিত্ত পরিবার থেকে। তারকা হলেও মধ্যবিত্ত পরিবারের মূল্যবোধ যে তিনি এখনও বয়ে নিয়ে চলেছেন, সে কথাই স্পষ্ট করেছেন কৃতি।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মধ্যবিত্ত জীবনবোধ নিয়ে নানা কথা ব্যক্ত করেছেন কৃতি। অভিনেত্রী জানান, ভাগ্য তাঁর সহায় ছিল, মা-বাবার সমর্থন ছিল। তাই কোনও দিন ‌উপার্জন করার তাগিদ তিনি আলাদা ভাবে অনুভব করেননি। কৃতির কথায়, “আমার মা-বাবা দু’জনেই উপার্জন করতেন। তাই আমাকে কখনও তাঁরা অনুভব করতে দেননি যে, আমার কাছে টাকা নেই।”

অনেক সময়ে ‘মধ্যবিত্ত’ ঘোষণার সঙ্গেই জুড়ে যায় কটাক্ষের সুর। তবে কৃতি যে উচ্চ মধ্যবিত্ত পরিবারের সদস্য, সে কথা স্বীকার করে নিয়েছেন। অভিনেত্রী বলেন, “টাকার কথা ভেবে কোনও দিন কাজ করিনি। এখনও আমার বাবার সঙ্গে যৌথ অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্কে। কত টাকা আসছে বা খরচ হচ্ছে আমার কোনও ধারণা নেই।”

Advertisement

দর্শক এর পর কৃতিকে ‘দো পাত্তি’ ছবিতে দেখবেন। এই ছবি প্রযোজনা করছেন কৃতি। অভিনয় করবেন কাজল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement