Pornography

Nandita dutta: কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি!

পর্নকাণ্ডের আঁচ এ বার কলকাতাতেও। সেই ব্যবসার ‘নন্দিনী’র নাম নন্দিতা। নন্দিতা দত্ত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৯:৩৬
Share:
০১ ০৯

পর্ন কাণ্ডের আঁচ এ বার কলকাতাতেও। সেই ব্যবসার ‘নন্দিনী’র নাম নন্দিতা। নন্দিতা দত্ত।

০২ ০৯

খাস কলকাতার বুকে রমরমিয়ে চলছিল পর্ন র‍্যাকেট।

Advertisement
০৩ ০৯

পর্ন র‍্যাকেট চালানোর অভিযোগে বুধবার গ্রেফতার করা হয় নন্দিতা দত্ত এবং তাঁর সঙ্গী মৈনাক ঘোষকে। হদিশ চলছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের।

০৪ ০৯

পুলিশ সূত্রে খবর, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তাঁরা উঠতি মডেল এবং ‘ইচ্ছুক’ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন।

০৫ ০৯

পুলিশ এ-ও জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে তাঁদের শ্যুটিং হত। ‘নিওফ্লিক্স’ এবং ‘রেডওয়াইপ টু’-তে পর্ন ছবিগুলি দেখানো হত।

০৬ ০৯

পুলিশের হাতে ধরা পড়ার পরেই নন্দিতা দত্তের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। ফেসবুকে নিজেকে অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দিয়েছেন নন্দিতা।

০৭ ০৯

তাঁর ফেসবুক প্রোফাইল জুড়ে নানা ফোটোশ্যুটের ছবি। খোলামেলা পোশাক পরে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন নন্দিতা।

০৮ ০৯

প্রত্যেকটি ছবিতেই লাইকের সংখ্যা দেখার মতো।

০৯ ০৯

ফেসবুকে তাঁর ফলোয়ারের সংখ্যা ২১ হাজারের কিছু বেশি। সম্প্রতি একটি তেলুগু ম্যাগাজিনের জন্য মডেলিং করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement