Rupankar Bagchi

যে গান শুনতে চাইবেন, তা-ই শোনাবেন রূপঙ্কর, রবিবার নয়া ডিজিটাল কনসার্ট

ঘণ্টা দেড়েক ধরে চলবে এই ডিজিটাল কনসার্ট। রবিবার সকালে রাজপুরের গানঘর স্টুডিওতে সেট আপ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ২১:৫২
Share:

রূপঙ্কর বাগচি।

‘কলঘরে রূপঙ্কর’। যে যা গান শুনতে চাইবেন, তা-ই গেয়ে শোনাবেন গায়ক রূপঙ্কর বাগচী। ঘরে বসেই জলসা উপভোগ করুন রবিবার,২০ ডিসেম্বর। সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা। ২৪ ঘণ্টা টানা এই লাইভটির লিঙ্ক থাকবে ফেসবুক পেজে। আর তার জন্য কাটতে হবে টিকিট।

Advertisement

রূপঙ্কর বাগচী বললেন, ‘‘ভেবেছি, রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করব। তার পর কী হবে, সেটা পরিকল্পনা করা হয়নি। যে রকম অনুরোধ আসবে, সে রকম গান গাইব। আমার সঙ্গে থাকবে বিভাস। সে আমার সঙ্গে গিটার বাজায়। আমরা দু’জনই থাকব।’’

ঘণ্টা দেড়েক ধরে চলবে এই ডিজিটাল কনসার্ট। রবিবার সকালে রাজপুরের গানঘর স্টুডিওতে সেট আপ করা হবে। কেবল গিটার আর রূপঙ্করের গলা। আর যেমন খুশি গানের ফরমায়েশ।পূরণ করবেন বাংলার অন্যতম জনপ্রিয় গায়ক। সঙ্গে আড্ডা।

Advertisement

আরও পড়ুন: ‘তোমার মতো কোমর পেতে পারি?’, সুহানার কাছে আবদার স্টারকিডের

আরও পড়ুন: শ্যুটে ‘কাট’ বলার পরও কাঁদছেন নুসরত, ছুটে এলেন পরিচালক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement