প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ
হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন আগেই। উন্নত চিকিৎসার জন্য নিজের শহরেই নিয়ে যাওয়া হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। কিন্তু শেষরক্ষা হল না। চলে গেলেন ‘কোই...মিল গয়া’-র অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। ৩ অগস্ট, সন্ধ্যায় লখনউয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মিথিলেশের জামাই আশিস চতুর্বেদী শোকপ্রকাশ করে লিখলেন, ‘তুমি আমায় জামাই হিসাবে কোনও দিন দেখোনি। তুমি ছিলে আমার বাবা। আমি বলব, বিশ্বের সেরা বাবা তুমিই। তোমার আত্মা শান্তিতে বিশ্রাম করুক।’
মিথিলেশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া বলিউডে। মুষড়ে পড়েছেন মিথিলেশের সহ- অভিনেতারা। ‘গদর: এক প্রেম কথা’, ‘তাল’, ‘ফিজা’, ‘বান্টি অউর বাবলি’- সহ বলিউডের বহু হিট ছবির অংশ ছিলেন মিথিলেশ। ‘পাতিয়ালা বেবস’, ‘সিআইডি’, ‘কুমকুম: এক পেয়ারা সা বন্ধন’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গিয়েছে অভিনেতাকে।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘তাল্লি জোড্ডি’ নামে একটি ওয়েব সিরিজের অংশ হয়েছিলেন মিথিলেশ।