এরা নিতান্তই ছোট। এদের বেশিরভাগই বয়স এখনও ১৮-র গণ্ডি পেরোয়নি। তা সত্ত্বেও এই বয়সেই কোটিপতি এরা! ব্যক্তিগত গাড়িতে চেপে ঘুরে বেড়ায়। এরা হিন্দি টেলি সিরিয়ালের ‘শিশু’ শিল্পী। তবে শিশু বলে অবমাননা করা মস্ত ভুল হবে। এদের প্রতি দিনের উপার্জন জানলে আপনারও চোখ কপালে উঠতে বাধ্য।
আসনুর কৌর: এক সঙ্গে জোড়া খুশির খবর এসেছিল আসনুরের বাড়িতে। সিরিয়ালে অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেছিল আসনুর। আর এর মধ্যেই মাধ্যমিক স্তরের পরীক্ষায় ফলপ্রকাশ। তাতেও ৯৩ শতাংশ নম্বর পায় সে। হ্যাঁ, এত কম বয়সেই জনপ্রিয় হয়ে ওঠে আসনুর। আসনুর এখন মাত্র ১৫ বছরের।
‘ঝাঁসি কি রানি’-তে প্রাচীর চরিত্রে অভিনয় দিয়ে শুরু হয়েছিল তার কেরিয়ার। তারপর ‘না বোলে তুম না ম্যায়নে কুছ কহা’, ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’, ‘সিআইডি’, ‘পাতিয়ালা বেবস’ এমনকি অনুরাগ কাশ্যপের ফিল্ম ‘মনমরজিয়াঁ’-য় তাপসী পান্নুর বোন হয়েছিল। আসনুর টেলিভিশনে প্রতিটা পর্বের জন্য ৪০ থেকে ৪৫ হাজার উপার্জন করে এখনই।
অবনীত কৌর: ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ দিয়ে কেরিয়ার শুরু হয়েছিল অবনীতের। এরপর ২০১২ সালে ‘মেরি মা’ ধারাবাহিকে অভিনয়ে ডেবিউ করে। ১৭ বছরের অবনীত সোশ্যাল মিডিয়ায় ভীষণই জনপ্রিয় মুখ। আর এই ১৭ বছর থেকেই তাঁর মাসে উপার্জন কত জানেন? পর্ব পিছু ৩০ হাজার টাকা পারিশ্রমিক নেয় সে। কোনও ধারাবাহিকের মাসে ৩০টা পর্ব হিসাব করলে তার আয় কত দাঁড়ায় বুঝতে পারছেন।
অনুষ্কা সেন: ছোট থেকে শ্রীদেবীকে অনুসরণ করে বড় হয়েছে অনুষ্কা। ভারতীয় টিনেজ টেলিভিশন অভিনেতাদের মধ্যে এখন অন্যতম জনপ্রিয় মুখ এই অনুষ্কা। একাধিক টেলি সিরিয়াল তো আছেই। তার বাইরে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করে, মডেলিং করে সে। টেলি সিরিয়ালের প্রতি পর্বের জন্য অনুষ্কা ৫০ হাজার টাকা নেয়। এর বাইরে বিজ্ঞাপন, মডেলিং থেকেও প্রচুর আয় করে সে।
ঝাড়খণ্ডে জন্ম অনুষ্কা ১৭ বছর বয়সেই নিজের উপার্জনে একটি বিলাসবহুল বাড়ি আর গাড়ি কিনে ফেলেছে। তার একটা সাদা হুন্ডাই ভারনা আছে। তার সম্পত্তির পরিমাণ কত জানেন? আয়কর দফতরে জমা দেওয়া হিসাব অনুযায়ী ৬ কোটি ৫০ লক্ষ টাকা। এটা যদিও ২০১৮ সালের তথ্য। মিলিওনিয়র অনুষ্কার সম্পত্তি যে এই এক বছরে আরও ফুলে ফেঁপে উঠেছে, তা বলাই বাহুল্য।
মাহিমা মাকওয়ানা: ‘বালিকা বধূ’র গৌরীকে মনে আছে? মাহিমাই ওই চরিত্রে অভিনয় করেছিল। মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারায় মাহিমা। মাহিমা এবং তার ভাই দু’জনকেই অনেক কষ্টে বড় করেছেন তাদের মা। ১৩ বছর বয়স থেকে অভিনয়ে হাতেখড়ি মাহিমার।
‘বালিকা বধূ’ ছাড়াও মিলে ‘যব হম তুম’, ‘ঝাঁসি কি রানি’, ‘সাওয়ারে সবকে স্বপনে’র মতো ধারাবাহিকে অভিনয় করেছে মালিমা। প্রতি পর্বের জন্য মাহিমা নেয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ৯ লক্ষ টাকার একটি গাড়ি আছে তার।
জন্নত জুবের: ২০০৯ সাল থেকে টেলিভিশনে কাজ শুরু করে জন্নত। আর ২০১১ সালে ‘ফুলওয়া’-য় অভিনয় করে জনপ্রিয়তা পায়। জন্নতের বর্তমান বয়স ১৬ বছর। টেলি সিরিয়ালের প্রতি পর্বের জন্য ৪০ হাজার টাকা পারিশ্রমিক নেয় জন্নত।
অদিতি ভাটিয়া: ইউটিউব, ইনস্টাগ্রামে প্রচুর ছবি, ভিডিয়ো শেয়ার করে অদিতি। ‘ইয়ে হ্যায় মহব্বতে’তে অভিনয়ই জনপ্রিয়তা এনে দিয়েছিল অদিতিকে। তারপর আর পিছনে তাকাতে হয়নি। একটার পর একটা সিরিয়ালে অভিনয় করে চলেছেন তিনি। তার উপর মডেলিং তো আছেই। প্রতি পর্বের জন্য অদিতি কত টাকা নেয়? ৫০ হাজার টাকা।
নিধি ভন্সালী: গুজরাতের গাঁধীনগরে জন্ম নিধির। ‘তারক মেহতাকা উল্টা চশমা’-র সনুর চরিত্রে অভিনয় করেছে ২০ বছরের নিধি। পরে অবশ্য পড়াশোনার জন্য সিরিয়াল ছেড়ে দেয়। তার জায়গায় আসে নতুন মুখ। নিধি খুব বেশি সিরিয়ালে অভিনয় করেনি। বহু বছর ধরে চলা এই সিরিয়ালে প্রথম দিকে অভিনয় করার সময় প্রতি পর্বের জন্য নিধি ১০ হাজার টাকা নিত।