Desher Mati

‘বাকি জীবনের জন্য একটা নৌকোই রইল’, নোয়াকে ভালবেসে স্বরূপ নগরে ফিরল কিয়ান

সম্প্রতি, নেট মাধ্যমে রমরমিয়ে চলছে ধারাবাহিকের আগাম সম্প্রচারণ। শেয়ার হওয়া দুটো ভিডিয়োর একটিতে দেখা গিয়েছে, ট্রেন স্বরূপ নগরে থামতেই প্ল্যাটফর্মে পা রাখল কিয়ান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪১
Share:

নিজের ভুল বুঝতে পেরে স্বরূপ নগরে দাদানের কাছে ফিরেছে সে।

কথা রেখেছে কিয়ান। নিজের ভুল বুঝতে পেরে স্বরূপ নগরে দাদানের কাছে ফিরেছে সে। নোয়াকে ভালবাসার কথা স্বীকারের পাশাপাশি জোর গলায় জানিয়েছে, নোয়াকে ডিভোর্স সে করতে পারেনি। মন্দিরের বিয়ে সে ভাঙতে চায় না কিছুতেই। মিলে গেল দিব্যজ্যোতি দত্তের কথাও। এর আগে আনন্দবাজার ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর অভিনীত চরিত্র ‘কিয়ান’ সম্বন্ধে বলেছিলেন, ‘‘আর কয়েকটা দিন অপেক্ষা করুন। নতুন কিয়ান আপনাদের সামনে আসতে চলেছে। তাকে দেখে তার পর না হয় মতামত জানাবেন!’’ তাঁর দাবি ছিল, ‘‘চরিত্রই প্রমাণ করে দেবে কিয়ানের মেরুদণ্ড আছে না নেই।’’

কিছু দিন আগেই স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে দেখা গিয়েছে, ডিভোর্সের জন্য শহরে কিয়ান-নোয়া। ওদের সঙ্গে রাজা। কিয়ানের পরিবারের বাকি সদস্যরাও রয়েছে। সেখানেই ডিভোর্স পেপারে সই করতে গিয়ে হাত কেঁপে যায় কিয়ানের। অসুস্থতার ছুতোয় বাইরে থেকে ঘুরে আসছি বলে পৌঁছোয় শিয়ালদহ স্টেশনে।

তার পর? সম্প্রতি, নেট মাধ্যমে রমরমিয়ে চলছে ধারাবাহিকের আগাম সম্প্রচারণ। শেয়ার হওয়া দুটো ভিডিয়োর একটিতে দেখা গিয়েছে, ট্রেন স্বরূপ নগরে থামতেই প্ল্যাটফর্মে পা রাখল কিয়ান। চেনা পরিবেশের খোলা হাওয়ায় শ্বাস নিয়ে বুঝল, ‘উফফ, কী শান্তি! এতগুলো দিন ধরে যে যুদ্ধ চলছিল আমার ভিতরে আজ সেই যুদ্ধ থেকে শান্তি পেলাম।’ দুই সম্পর্কের দোটানায় পড়ে কেন যে মিথ্যে যুদ্ধ করছিল নিজের সঙ্গে তাই নিজেও আফসোস তার। তখনই কিয়ান মেনে নেয়, ‘বাকি জীবনের জন্য একটা নৌকোই রইল।’

Advertisement


সে কথা কিয়ান এসে জানায় দাদানকেও। অকপট ভাবে স্বীকার করে নোয়াকে নিয়ে তার অনুভূতি, ‘দাদান আমি ডিভোর্সটা করতে পারিনি। আমি নোয়াকে ভালবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারব না। আমি বিয়েটা ভাঙতে চাই না দাদান।’

পাশাপাশি, চ্যানেলের সামাজিক পাতায় ভাইরাল ধারাবাহিকের আগামী প্রোমো, ‘আজ এই ফাল্গুনে’। যে প্রোমো অনেক ঝড়ের পর কিয়ান-নোয়ার মিলনের গল্প বলেছে। যেখানে বরবেশী কিয়ান সামাজিক ভাবে নিজের করে নিতে চলেছে নববধূ নোয়াকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement