kim kardashian

Kim Kardashian: শরীরে সাদা তোয়ালে, কালো বিকিনি! অতঃ কিম

সাতটি ছবি পোস্ট করেছেন কিম। বিকিনি এবং তোয়ালে পরে নানা ভাবে ক্যামেরার সামনে এসেছেন মডেল। হেলমেট কখনও তাঁর মাথায়, কখনও বা হাতে। কখনও তিনি সবুজ ঘাসের বাগানে, কখনও বা সাদা পাঁচিল দেওয়া ছাদে। দু’হাতে এবং গলায় চেন ঝুলিয়েছেন কিম। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘সব সময়ে প্রস্তুত’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ২১:৪১
Share:

কিম কার্দাশিয়ান

মাথায় হেলমেট। শরীরে উপরের অংশে কালো বিকিনি। আর নীচে? সাদা তোয়ালে। পোশাকের কায়দায় চমক আনলেন বিশ্বখ্যাত মডেল কিম কার্দাশিয়ান। তাঁর সাম্প্রতিকতম ছবির সম্ভারের প্রেমে মজলেন কিম-অনুরাগীরা।

Advertisement

মাসখানেক আগে প্রাক্তন স্বামী কেনিয়ে ওয়েস্টের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। নেটমাধ্যমে নিজেকে ‘সিঙ্গল’ তকমা দেন কিম। তার পর থেকে নানা চর্চায় শিরোনাম দখল করেন কিম। আবারও নেটমাধ্যম কাঁপিয়ে দিলেন আমেরিকার ৪১ বছরের সুপারমডেল।

সাতটি ছবি পোস্ট করেছেন কিম। বিকিনি এবং তোয়ালে পরে নানা ভাবে ক্যামেরার সামনে এসেছেন মডেল। হেলমেট কখনও তাঁর মাথায়, কখনও বা হাতে। কখনও তিনি সবুজ ঘাসের বাগানে, কখনও বা সাদা পাঁচিল দেওয়া ছাদে। দু’হাতে এবং গলায় চেন ঝুলিয়েছেন কিম। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘সব সময়ে প্রস্তুত’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement