Jacqueline Fernandez

দীর্ঘ লড়াইয়ের অবসান, জ্যাকলিনের মা প্রয়াত, অভিনেত্রীর পাশে দাঁড়ালেন সোনু সুদ

প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন জ্যাকলিনের মা কিম। রবিবার তিনি প্রয়াত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৬:২১
Share:
Kim Fernandez actor Jacqueline Fernandez’s mother dies due to heart stroke

মায়ের সঙ্গে জ্যাকলিন। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই মন ভাল ছিল না। কারণ মাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। শেষরক্ষা হল না। রবিবার প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের মা কিম ফার্নান্ডেজ়। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন।

Advertisement

গত ২৪ মার্চ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় হৃদ্‌রোগে আক্রান্ত কিমকে। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। সেই সময় শহরে ছিলেন না জ্যাকলিন। খবর পেয়েই তড়িঘড়ি মুম্বইয়ে ফিরে আসেন তিনি। তার পর থেকে নিয়মিত মাকে দেখতে হাসপাতালে গিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন জ্যাকলিনের বাবা এলরয়। জ্যাকলিনের সঙ্গে সুসম্পর্ক সলমন খানের। অভিনেত্রীর বিপদের খবর পেয়েই তিনিও হাসপাতালে কিমকে দেখতে যান। অভিনেত্রীর মায়ের শেষযাত্রায় দেখা গিয়েছে অভিনেতা সোনু সুদকেও।

মায়ের অসুস্থতার কারণে চলতি বছর আইপিএলে নিজের অনুষ্ঠান বাতিল করেন জ্যাকলিন। ২০২২ সালেও অভিনেত্রীর মায়ের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসে। সে বার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। সে সময় কিমকে বাহারিনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের সঙ্গে জ্যাকলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বিশেষ করে মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন জ্যাকলিন। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘আমার মা আমাকে সব সময় সমর্থন করেন। আমি তো পরিবারকে ছাড়াই মুম্বইয়ে থাকি। তাই মা কে খুব মিস্ করি। বাবা-মা আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা।’’

Advertisement

গত কয়েক বছর ধরে আইনি জটিলতায় জড়িয়েছেন জ্যাকলিন। তা-ও আবার চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের কারণে। আর্থিক তছরুপে নাম জড়িয়েছে অভিনেত্রীর। জেলবন্দি প্রেমিক বিভিন্ন সময় ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement