Celebrity Gossip

শ্রদ্ধা পুরো পেতনির মতো হাসেন! অবশেষে ‘স্ত্রী’ ছবির সাফল্য ফাঁস করলেন পরিচালক অমর কৌশিক?

অন্যান্য ছবি যখন ব্যর্থ তখনও প্রেক্ষাগৃহে ‘স্ত্রী’ রমরমিয়ে চলেছে। কেন? অবশেষে সেই রহস্য ফাঁস করলেন ছবির পরিচালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১২:১৮
Share:
পর্দার মতোই পর্দার বাইরেও হাসেন শ্রদ্ধা কপূর?

পর্দার মতোই পর্দার বাইরেও হাসেন শ্রদ্ধা কপূর? ছবি: সংগৃহীত।

পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী’ ছবিটি প্রথম থেকে হিট। প্রথম থেকেই প্রেতিনীর ভূমিকায় শ্রদ্ধা কপূরকে পছন্দ করেছেন দর্শক। রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর রসায়নও ভাল লেগেছে সকলের। তার রেশ ছবির সিক্যুয়েলেও। দ্বিতীয় ছবিতে গল্প বদলে গেলেও কিছু অভিনেতা সেখানেও ছিলেন। সেই তালিকায় রাজকুমার, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধা। এই ছবিতেও যথারীতি তাঁকে দেখে মুগ্ধ দর্শক।

Advertisement

ফ্র্যাঞ্চাইজ়ি হিট হতেই বলিউডে চর্চা, কেন দর্শক পাগলের মতো ছবি দেখতে প্রেক্ষাগৃহে ছুটছেন? কী এমন আছে ছবিটির মধ্যে?

শনিবার অবশেষে ফাঁস সেই রহস্য। ছবির পরিচালক অমর কৌশিকের এক সাক্ষাৎকার ভাইরাল। সেখানে তিনি জানিয়েছেন, কেন ছবি সফল। তাঁকে বলতে দেখা গিয়েছে, “দীনেশ বিজনের এই ছবিতে শ্রদ্ধাকে বেছে নেওয়ার কৃতিত্ব পুরোটাই ওঁর। দীনেশ এক বার বিমানে নায়িকার সহযাত্রী ছিলেন। পাশে বসে কথা বলতে বলতে এসেছেন। তার পরেই আমায় জানিয়েছিলেন, বাস্তবেও শ্রদ্ধা পুরো পেতনির মতো হাসেন! ঠিক যেমন ছবির প্রেতিনীর হাসার কথা।” এর পরেই নাকি দু'জনে পরামর্শ করে শ্রদ্ধাকে ছবির নায়িকা বাছেন।

Advertisement

পরিচালকের এই বক্তব্য ভাইরাল হতেই সেটি ব্যুমেরাং হয়ে ফিরেছে তাঁর কাছেই। রে রে করে উঠেছেন নায়িকার অনুরাগীরা। তাঁরা মোটেই ভাল মনে নেননি এই বার্তা। অনুরাগীরা অমর কৌশিকের উপরে খড়্গহস্ত। পরিচালকের সমালোচনা করে বলেছেন, “একজন ছবি হিট করানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। অন্য জন, প্রকাশ্যে তাঁরই বদনাম করছেন!” আর একজনের অনুযোগ, “দলের পুরুষ সহকর্মীরাই মহিলা সহকর্মীকে সম্মান জানাতে পারছেন না! যা তা কথা বলে প্রকাশ্যে অপমান করছেন। শ্রদ্ধার ভাল সহকর্মী পাওয়া উচিত ছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement