দেশের হাই কমিশন কিলিকে বিশেষ সম্মানে সম্মানিতও করেছেন।
একের পর এক জনপ্রিয় বলিউডি গান তাঁর ঠোঁট মেলানোয় নতুন করে জনপ্রিয়। শুধু লিপ সিঙ্কিং? গানের তালে নিজের দেশের পোশাক পরে তাঁর নাচও ভাইরাল। তিনি তানজানিয়ার কিলি পল। নিত্যনতুন বিষয়নির্ভর ভিডিয়ো বানিয়ে স্বদেশে-বিদেশে বিখ্যাত! ‘শের শাহ’ ছবি ‘রাতেঁ লম্বিয়া’ গানের সঙ্গে তাঁর নাচাগানা জনপ্রিয়তায় ইতিহাস গড়েছে। সে সব ছাপিয়ে কিলি পল এই মুহূর্তে চর্চায় ‘বাদাম কাকু’র কারণে! ভুবন বাদ্যকারের ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে তিনি এবং তাঁর বোন নিমা নেচেকুঁদে বাজি মাত করে দিয়েছেন। সেই তিনিই মঙ্গলবার ভারতে। দেশের হাই কমিশন তাঁকে বিশেষ সম্মানে সম্মানিতও করেছেন।
ভারতীয় হাই কমিশনের কাছে সম্মানিত হতেই কি তাঁর কি এদেশে আগমন? তা জানা যায়নি। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ভাবে তানজানিয়ায় ভারতীয় শিল্প-সংস্কৃতি, ঐতিহ্যকে কিলি পল তুলে ধরছেন প্রতি মুহূর্তে, তার জন্য দেশ এবং দেশবাসী তাঁর কাছে কৃতজ্ঞ। ভারতের সমস্ত সংগঠন এবং প্রতিষ্ঠানের উচিত তাঁর এই কাজকে, ব্যক্তি কিলি পলকে সম্মান জানানো।
একা কিলি পল নন, ভারতীয় সংস্কৃতির প্রতি আগ্রহ তাঁর বোন নিমারও। বিশেষ করে ‘কাঁচা বাদাম’ গানে তাঁর উপস্থাপনা দেখার মতো। অন্য ভাষায় তাঁদের নিখুঁত ঠোঁট মেলানো দেখে আপ্লুত বাঙালি। তাঁর হাত হাত ধরেই ভুবন বাদ্যকারের মতো প্রতিভা এই মুহূর্তে আন্তর্জাতিক। গানের তালে ভাই-বোনের রিল ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়েছে। বলিউডের আয়ুষ্মান খুরানা, গুল পানাগ, রিচা চাড্ডা নিয়মিত অনুসরণ করেন কিলি পল-কে।