Entertainment news

আমার জীবনে সেক্সের চেয়েও দামি এই তিন জিনিস, বলছেন কিয়ারা

সম্প্রতি টুইঙ্কল খন্নার অনলাইন চ্যানেল ‘টুইক ইন্ডিয়া’র জন্য ভিডিয়ো শ্যুট করেন কিয়ারা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ১৭:৪৭
Share:
০১ ১৩

একটি স্বমেহনের দৃশ্য আর তাকে ঘিরে হাজারো বিতর্ক। ‘লাস্ট স্টোরিজ’-এ স্বমেহনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন কিয়ারা আডবাণী।

০২ ১৩

জোয়া আখতার, কর্ণ জোহর, অনুরাগ কশ্যপ এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চারটি শর্ট ফিল্মের সমন্বয় ছিল এই ‘লাস্ট স্টোরিজ’।

Advertisement
০৩ ১৩

এর মধ্যে কর্ণর গল্পটিতে কিয়ারা এক নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি স্বামীর সঙ্গে যৌন মিলনে অখুশি ছিলেন। সেখানেই ছিল স্বমেহনের দৃশ্যটি।

০৪ ১৩

২০১৪ সালে অভিনয় জগতে পা দেন কিয়ারা। কিন্তু ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর পরই মূলত কিয়ারা জনপ্রিয়তা পান। তার পর থেকে যে কোনও শোয়ে ‘সেক্স’ নিয়ে তাঁকে প্রশ্ন করাটা যেন সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছে।

০৫ ১৩

সম্প্রতি টুইঙ্কল খন্নার অনলাইন চ্যানেল ‘টুইক ইন্ডিয়া’র জন্য ভিডিয়ো শ্যুট করেন কিয়ারা। সেখানে তাঁকে বিভিন্ন বিষয় নিয়ে পরপর অনেকগুলো প্রশ্ন করা হয়। কিয়ারাকে সেগুলোর চটজলদি উত্তর দিতে হয়েছে।

০৬ ১৩

কিয়ারাকে এমন তিনটি জিনিসের নাম বলতে বলা হয় যা তাঁর কাছে সেক্স-এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

০৭ ১৩

উত্তরে কোন তিনটি জিনিস কিয়ারা বলেছেন জানেন? দারুণ সুস্বাদু পিৎজা, শপিং এবং ভাল সিনেমা। তালিকার ১ নম্বরে পিৎজা রেখেছেন তিনি।

০৮ ১৩

কলেজ জীবনের এক ভয়ঙ্কর অভি়জ্ঞতার কথাও বলেন কিয়ারা। কলেজ থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের। ঠান্ডায় হোটেলের ঘরে রুমহিটার চলছিল। সেই হিটার থেকে আগুন লেগে যায় ঘরে। তবে কেউই আহত হননি।

০৯ ১৩

কিয়ারা আবার চান শুঁয়োপোকা হতে। কেন? যাতে প্রজাপতি হয়ে উড়ে যেতে পারেন।

১০ ১৩

১৯৯২ সালে মুম্বইয়ে জন্ম কিয়ারার। তাঁর আসল নাম আলিয়া আডবাণী। অভিনয়ে আসার পর সলমনের খানের কথাতে তিনি নিজের নাম বদলে নেন। কারণ আগে থেকেই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন আলিয়া ভট্ট।

১১ ১৩

তাঁর বাবা জগদীপ আডবাণী ব্যবসায়ী এবং মা জেনেভিয়েভ পেশায় শিক্ষিকা। কিয়ারার দাদু লখনউয়ের জাভেরি পরিবারের সদস্য। দিদিমা ইউরোপীয় বংশোদ্ভূত। ফলে আশৈশব মিশ্র সংস্কৃতির অংশ কিয়ারা।

১২ ১৩

মুম্বইয়ের জয় হিন্দ কলেজ ফর মাস কমিউনিকেশনের প্রাক্তন ছাত্রী আলিয়া তথা কিয়ারার বলিউডে আত্মপ্রকাশ ২০১৪ সালে ‘ফুগলী’ ছবিতে।

১৩ ১৩

এর পর ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে তিনি নজর কাড়েন। এ ছাড়া মেশিন’, ‘কলঙ্ক’, ‘গুড নিউজ’, ‘কবীর সিংহ’ ছবিতেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement