‘সেলেব হয়ে হোটেলে বসে রুম সার্ভিস অর্ডার করতে চাই না’

কেটির সঙ্গে এ দিন ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ়। তিনি কেটির শোয়ের সঞ্চালনা করবেন। জ্যাকলিনকে উদ্দেশ্য করে কেটির বক্তব্য, ‘‘ওকে বলেছি শপিংয়ে নিয়ে যেতে আর স্ট্রিট ফুড খাওয়াতে।’’ কেটির সৌজন্যে পার্টি দেওয়ার কথা কর্ণ জোহরের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ০০:০৭
Share:

কেটি-জ্যাকলিন

এই নিয়ে তিন বার ভারতে এলেন কেটি পেরি। প্রথম বার জয়পুরে এসেছিলেন নিজের ডেস্টিনেশন ওয়েডিংয়ে। যদিও রাসেল ব্র্যান্ডের সঙ্গে সেই বিয়ে ভেঙে গিয়েছে। দ্বিতীয় বার এসে মেডিটেশন শিখেছিলেন পপ স্টার। তবে এ বার এসেছেন মিউজ়িক ফেস্টিভ্যালে অংশ নিতে। মঙ্গলবার সকালে এ দেশের মাটিতে নামেন কেটি। আগামী ১৬ তারিখ মুম্বইয়ে তাঁর পারফর্ম করার কথা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পপ তারকা বলেন, ‘‘এখানকার দর্শকের সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি। হাতে সময় আছে, শহরটা ঘুরে দেখব। এখানকার স্থানীয় খাবার চেখে দেখতে চাই। সেলেব হয়ে হোটেলে বসে রুম সার্ভিস অর্ডার করতে চাই না।’’ কেটির সঙ্গে এ দিন ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ়। তিনি কেটির শোয়ের সঞ্চালনা করবেন। জ্যাকলিনকে উদ্দেশ্য করে কেটির বক্তব্য, ‘‘ওকে বলেছি শপিংয়ে নিয়ে যেতে আর স্ট্রিট ফুড খাওয়াতে।’’ কেটির সৌজন্যে পার্টি দেওয়ার কথা কর্ণ জোহরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement