cezanne khan

Cezanne Khan: চলতি বছরেই বিয়ে করবেন ‘কসৌটি জিন্দেগি কে’-র অনুরাগ, পাত্রী কে?

২০২০ সালে আফসিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিজান। প্রেমিককে বিরিয়ানি রেঁধে খাইয়েছিলেন আফসিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৩
Share:

বিয়ে করছেন সিজান।

পর্দায় তিনি কত বার সাত পাক ঘুরেছেন, তার হিসেব রাখা বৃথা। তবে এ বার বাস্তবেও সাত পাক ঘুরবেন ‘কসৌটি জিন্দেগি কে’-র অনুরাগ বসু। অর্থাৎ সিজান খান। খুব শীঘ্রই প্রেমিকা আফসিনকে বিয়ে করতে চলেছেন তিনি। তিন বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা।

Advertisement

২০২০ সালে আফসিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিজান। প্রেমিককে বিরিয়ানি রেঁধে খাইয়েছিলেন আফসিন। মুখে কোনও কথা না বলেই বুঝিয়ে দিয়েছিলেন সিজানের সঙ্গে জীবন কাটাতে তিনি প্রস্তুত। সিজানের কথায় তাঁর প্রেমিকা ‘খুবই সৎ এবং ঘরোয়া’।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সিজান বলেন, “তিন বছর ধরে একসঙ্গে আছি। আমরা একে অপরের সঙ্গে খুশি। এই অতিমারি না এলে আমাদের এত দিনে বিয়ে হয়ে যেত। চলতি বছরেই আমরা বিয়ে করব। আমি মনে করি, বিয়ের জন্য কোনও বাঁধাধরা বয়স থাকে না।”

Advertisement

সিজান জানিয়েছেন, বিয়ের জন্য কখনওই তাড়াহুড়ো করেননি তিনি। জীবনসঙ্গী হিসেবে একজন সৎ মানুষকে চেয়েছিলেন। পর্দার 'অনুরাগ' বলেন, “আমি এমন এক জনের অপেক্ষায় ছিলাম যে পরিবারের সঙ্গে মিলেমিশে থাকবে এবং আমাদের সম্পর্ককে সম্মান করবে। এর পরেই আফসিনের সঙ্গে দেখা হয়ে যায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement