Kartik Aryaan

Kartik Aryaan: তোমার মতো যেন হতে পারি, প্রিয়জনকে হারিয়ে বললেন কার্তিক

রবিবার নিজের শৈশবের একটি ছবি দিয়েছেন কার্তিক। সেখানে দেখা যাচ্ছে, দাদুর কোলে চেপে ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১১:৫৬
Share:

কার্তিক আরিয়ান।

মন ভাল নেই অভিনেতা কার্তিক আরিয়ানের। সদ্য দাদুকে (মায়ের বাবা) হারিয়েছেন তিনি। যদিও মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। প্রিয়জনকে হারানোর খবর ইনস্টাগ্রামে নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

রবিবার নিজের শৈশবের একটি ছবি দিয়েছেন কার্তিক। সেখানে দেখা যাচ্ছে, দাদুর কোলে চেপে ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অভিনেতা। কার্তিকের পরনে লাল সোয়েটার এবং একই রঙের প্যান্ট। বিবরণীতে তিনি লিখেছেন, ‘আশা করব, এক দিন আমিও যে তোমার মতো কেতাদুরস্ত হতে পারি।’ কার্তিকের পোস্টে তাঁকে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী নিমরত কউর, ভূমি পেডনেকর, হুমা কুরেশি প্রমুখ।

Advertisement

কার্তিকের সহকর্মী এবং একদা ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পাণ্ডেও গত শনিবার তাঁর ঠাকুমা স্নেহলতা পাণ্ডেকে হারিয়েছেন। মৃত্যুকালে স্নেহলতার বয়স হয়েছিল ৮৩ বছর। দুই তারকা মাত্র একদিনের ব্যবধানে হারালেন তাঁদের প্রিয়জনদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement