Kartik Aryaan

Kartik Aaryan: বিমানের টিকিটের এত দাম! মুম্বই থেকে চণ্ডীগড় কী ভাবে গেলেন কার্তিক?

Strap: প্রিয় অভিনেতার পাশে বসতে পেরে উচ্ছ্বসিত বাকি যাত্রীরাও। কিন্তু আসল রহস্য বোঝা গেল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১০:৪৮
Share:

কার্তিক আরিয়ান

তারকাদের প্রায়ই দেখা যায় লটবহর নিয়ে বিমানবন্দরের দিকে ছুটতে। বেশিরভাগ পৌঁছনও শেষ মুহূর্তে। উড়ান নেওয়ার সময় হয়ে যায় যখন। তার ফাঁকেই কেউ কেউ আবার পাপা রাৎজির সামনে পোজ দিতে থাকেন। ভাইরাল হয় তাঁদের 'এয়ারপোর্ট লুক'। তবে সে সবের ধার দিয়েই গেলেন না 'লুকা চুপি'র অভিনেতা কার্তিক আরিয়ান। ইন্ডিগো জেটে আর পাঁচটা সাধারণ যাত্রীরা মতোই সফর করতে দেখা গেল তাঁকে। মুম্বই থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন কার্তিক। তাঁর পাশে বসতে পেরে উচ্ছ্বসিত বাকি যাত্রীরাও।

সেই ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই চমকে উঠলেন ভক্তরা। এ কী কাণ্ড! বিজনেস ক্লাসের রাজকীয় সফর ছেড়ে আমজনতার মতো ইকোনমি ক্লাসে সফর করছেন অভিনেতা? শুধু তাই নয়, মাঝখানের সিটে বসে কার্তিককে বিমানের খাবারও খেতে দেখা গেছে। কিন্তু কেন?

Advertisement

ইকোনমি ক্লাসে সফর করছেন অভিনেতা?

প্রশ্ন করতেই যে উত্তর দিলেন কার্তিক তাতে আরও এক প্রস্থ চমকে ওঠার পালা। অভিনেতা বললেন, 'টিকিটের দাম বড্ড বেশি ছিল।'

বলা বাহুল্য, কার্তিকের রসিকতা ধরতে পেরেছেন সকলেই। কিন্তু কেন তিনি সে দিন সাধারণ বিমানে উঠেছিলেন সেটির আসল কারণ অবশ্য হেঁয়ালিতে চাপা পড়ে যায়। মন্তব্যের বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে।

Advertisement

'ভুলভুলাইয়া-২' এর প্রচার নিয়ে সম্প্রতি খুবই ব্যস্ত রয়েছেন কার্তিক।
তার জন্যই এদিক ওদিকে উড়ে যেতে হচ্ছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement