Entertainment News

স্ট্রাগলের দিনের থাকার ফ্ল্যাটই কিনে নিলেন কার্তিক!

দিন কয়েক আগে এক সাক্ষাত্কারে মুম্বইতে নিজের স্ট্রাগলের সময়ের ঘটনা শেয়ার করেছিলেন কার্তিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৩:২১
Share:

কার্তিক আরিয়ান।

এক সময় যে বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন, পেশাদার হিসেবে সফল হওয়ার পর সেই বাড়িই কিনে নিলেন কার্তিক আরিয়ান। সূত্রের খবর, মুম্বইয়ের ইয়ারি রোডে এক বহুতলে ৪৬০ স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। যার আনুমানিক দাম প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা।

Advertisement

দিন কয়েক আগে এক সাক্ষাত্কারে মুম্বইতে নিজের স্ট্রাগলের সময়ের ঘটনা শেয়ার করেছিলেন কার্তিক।তিনি বলেছিলেন, ‘‘যখন প্রথম মুম্বইতে এসেছিলাম আমার থাকার কোনও জায়গা ছিল না। হস্টেলে থাকতাম। একটা ফ্ল্যাট আরও ১১ জনের সঙ্গে শেয়ার করতাম। আমি গ্বালিয়রে থাকতাম। সেখানে অত খরচ ছিল না। কিন্তু মুম্বই সত্যিই এক্সপেনসিভ।’’

এক সময় নভি মুম্বই থেকে বিনা টিকিটে ট্রেনে করে মুম্বইতে অডিশন দিতে যেতেন কার্তিক। তাঁর কাছে টিকিট কাটার মতো টাকাও থাকত না। সেখান থেকে সিনে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইটা সহজ ছিল না।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

সম্প্রতি ইমতিয়াজ আলির ‘আজ কাল’ ছবির শুটিং শেষ করলেন কার্তিক। এটি ‘লভ আজ কাল’-এর সিক্যুয়েল। এই ছবিতে প্রথমবার সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন, মুসলিম ছেলের সঙ্গে দিদির সম্পর্ক নিয়ে মুখ খুললেন হৃতিক

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement