Kareena Kapoor

বলিউডে তাঁর প্রথম ক্রাশ কে? বলতে গিয়ে লজ্জায় লাল করিনা

নিজের প্রথম বলিউড ক্রাশের নাম সম্প্রতি জানালেন বলিউড অভিনেত্রী করিনা কপূর। প্রথম ক্রাশের নাম বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে উঠল তাঁর মুখ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ১৬:৩০
Share:

বলিউড অভিনেত্রী করিনা কপূর। ছবি টুইটার থেকে সংগৃহীত।

‘ডান্স ইন্ডিয়া ডান্স’ শো-তে প্রথম বারের জন্য বিচারকের আসন উজ্জ্বল করছেন তিনি। সেই শো-তে ‘দূরবীন’ ছবির একটি গানে তাঁর পারফরম্যান্স ইতিমধ্যেই ভাইরাল। সেই শো-তেই অন্য একটি এপিসোডে নিজের প্রথম বলিউড ক্রাশের নাম সম্প্রতি জানালেন বলিউড অভিনেত্রী করিনা কপূর। প্রথম ক্রাশের নাম বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে উঠল তাঁর মুখ।

Advertisement

ডান্স ইন্ডিয়া ডান্সের সঞ্চালক করণ ওয়াহি তাঁর প্রথম ক্রাশের ব্যাপারে করিনাকে জিজ্ঞাসা করেন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লজ্জায় হেসে ফেলেন তিনি। তার পর নিজেকে সামলে নিয়ে জানান ‘আশিকি’ ছবির নায়ক রাহুল রায় হল তাঁর প্রথম ক্রাশ। ১৯৯০-এ এই ব্লকবাস্টার ছবিতে রাহুলকে দেখেই তাঁর ভালো লেগেছিল বলে এ দিন জানিয়েছেন করিনা।

তিনি আরও জানিয়েছেন, ‘আশিকি’ ছবিটি তিনি আটবার দেখেছিলেন। আর এই ছবিটি এত বার দেখার কারণ, আশিকির নায়ক রাহুল।

Advertisement

আরও পড়ুন: ‘আমার লাইফলাইন’! কার ছবি পোস্ট করে এ কথা লিখলেন মিমি?

আরও পড়ুন: পাঁচতারা হোটেলের খাবারে পোকা পেলেন প্রিয়ঙ্কা চোপড়ার বোন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement