Kareena Kapoor Khan

বাবা-মাকে ছেড়ে বোর্ডিংয়েই কি পাড়ি দিচ্ছে ছোট্ট তৈমুর?

করিনা এবং সইফের ছোটবেলাও কেটেছে বোর্ডিংয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০০
Share:

বাবা মায়ের সঙ্গে তৈমুর।

বয়স তার মোটে দুই। কিন্তু কেতায় কোনও সুপারস্টারের থেকে কম যায় না সে। নাম তৈমুর আলি খান। পরিচয়ে করিনা কপূর খান এবং সইফ আলি খানের সন্তান। অবশ্য ওই একরত্তিবছর দুয়েক যেতে না যেতেই নেটিজেনদের কাছে নিজের আলাদা পরিচয় বানিয়ে নিয়েছে অনায়াসেই!

Advertisement

সেই ‘হ্যান্ডসাম হাঙ্ক’ নাকি পাড়ি দিতে পারে বোর্ডিংয়ে, বাবা-মা, পটৌডী হাউজকে বিদায় জানিয়ে। কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত? সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা জানান, পাপারাৎজির ভিড়ে অতিষ্ঠ পটৌডী পরিবার। লাইমলাইটও যেন সব সময় তৈমুরের উপর। বোর্ডিংয়ে পাঠালে বাকি ছেলেমেয়েদের মতো সাধারণ জীবনযাপন করতে পারবে সে। নচেৎ ক্যামেরার ফ্ল্যাশ আর ঝলকানি থেকে তৈমুরকে গোপন রাখা সম্ভব নয় ওই তারকা দম্পতির।

আরও পড়ুন-‘এক পরিচালক আমার শরীরের প্রতি ইঞ্চি দেখতে চেয়েছিলেন’, বিস্ফোরক মন্তব্য বলি অভিনেত্রীর

Advertisement

আরও পড়ুন-রণবীরের সঙ্গে ব্রেক-আপ হয়েছিল কেন? মুখ খুললেন ক্যাটরিনা...

বেবো আরও যোগ করেন, “আমার খুব চিন্তা হয় যখন কেউ আমাকে বলে, তৈমুরের ছবি দেখলে দিন ভাল হয়ে যায়। আমার কাছে ব্যাপারটা খুব অস্বস্তিজনক। আমি তো অন্য কোনও বাচ্চার দিকে তাকিয়ে বলি না যে সেই বাচ্চার ছবি দেখলে আমার মন ভাল হয়ে যায়!”

করিনা এবং সইফের ছোটবেলাও কেটেছে বোর্ডিংয়ে। তৈমুরও কি তবে পাকাপাকি ভাবে চলে যাবে হস্টেলে! সময়ই সে প্রশ্নের উত্তর দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement