Kareena Kapoor Khan

Kareena Kapoor Khan: কপূর পরিবারের থেকে কোনও আর্থিক সাহায্য ছাড়াই সন্তানদের বড় করেছিলেন ববিতা

মা ববিতা কপূরের কাছেই দিদি করিশ্মা কপূরের সঙ্গে বেড়ে উঠেছিলেন তিনি। কপূর পরিবারের থেকেও কোনও রকম আর্থিক সাহায্য পাননি তাঁরা। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ২২:৩২
Share:

দুই মেয়ের সঙ্গে ববিতা।

তারকা সন্তান তিনি। বলিউডের কপূর পরিবারের সদস্য বলে বহুবার কাঠগড়ায় তোলা হয়েছে করিনা কপূর খানকে। তবে শৈশবে বাবা রণধীর কপূরের সান্নিধ্য পাননি তিনি। মা ববিতা কপূরের কাছেই দিদি করিশ্মা কপূরের সঙ্গে বেড়ে উঠেছিলেন তিনি। কপূর পরিবারের থেকেও কোনও রকম আর্থিক সাহায্য পাননি তাঁরা।

Advertisement

অতীতে এক সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, “আমার মা সব সময় কোনও না কোনও কাজ করতেন। একা আমাদের মানুষ করেছেন। মায়ের একটা রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। তার সঙ্গেই আরও অন্যান্য ছোট ব্যবসা ছিল। খুব কঠিন সময় ছিল। তবে বাবা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

পরবর্তী কালে যদিও কপূর পরিবারের আরও কাছাকাছি আসেন করিনা এবং করিশ্মা। রণধীরের সঙ্গেও সম্পর্ক সহজ হতে থাকে ২ মেয়ের।

Advertisement

১৯৭১ সালে ভালবেসে বিয়ে করেন রণধীর এবং ববিতা। তবে সুখের হয়নি সেই দাম্পত্য। কিন্তু একসঙ্গে না থাকলেও বন্ধুত্ব বজায় রেখেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement