aamir khan

জন্মদিনে আমিরের অদেখা ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানালেন করিনা

‘বার্থ ডে বয়’ আমির খানের এক অদেখা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন করিনা কপূর খান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৭:০৬
Share:

‘লাল সিংহ চড্ডা’ ছবিতে একসঙ্গে কাজ করবেন আমির এবং করিনা।

মাথায় পাগড়ি। লম্বা কাঁচা-পাকা দাড়ি। মুখ লেগে হাসি। ঘাড়ে জড়ানো একটি মাপ নেওয়ার ফিতে।

‘বার্থ ডে বয়’ আমির খানের এমনই এক অদেখা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন করিনা কপূর খান। ‘লাল সিংহ চড্ডা’র শ্যুটিং-এর এক টুকরো মুহূর্ত নিজের ভার্চুয়াল দেওয়ালে তুলে ধরে অভিনেত্রী লিখলেন, ‘শুভ জন্মদিন আমার লাল। তোমার মতো আর কেউ হতে পারবে না। এই অসাধারণ ছবিতে তুমি তোমার অভিনয়ের মাধ্যমে যে জাদু দেখিয়েছ, তা সকলে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’।

‘লাল সিংহ চড্ডা’ ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি পুনর্নির্মাণ। ইংরেজি ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। হিন্দি ছবিটিতে সেই জায়গায় দেখা যাবে আমিরকে। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ ছবির পর ফের আমির-করিনাকে একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। ২০১৯ সালে পঞ্জাবে শুরু হয়েছিল ‘লাল সিংহ চড্ডা’র শ্যুটিং। ছবির একটা বড় অংশের কাজ শেষ হয়ে যাওয়ার পর কোভিড অতিমারির কারণে শ্যুটিং স্থগিত রাখা হয়। লকডাউন উঠে যাওয়ার পর ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন আমির এবং করিনা। অন্তঃস্বত্ত্বা থাকাকালীনও এই ছবির কাজ চালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement