Kareena Kapoor Khan

নতুন বছরের জন্য কী ভাবে প্রস্তুতি নিচ্ছে তৈমুর-ইনায়া? ভাইরাল তাদের ছবি

তুতো ভাই বোনের ছবিতে ভর্তি তাদের মায়েদের সোশ্যাল মিডিয়া। বছরের প্রথম দিন দুই খুদে যোদ্ধার ছবি পোস্ট করলেন অভিনেত্রী করিনা কপূর খান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১৩:৩২
Share:

তৈমুর-ইনায়া

বছরের প্রথম দিন দুই খুদে যোদ্ধার ছবি পোস্ট করলেন অভিনেত্রী করিনা কপূর খান। ছবিতে দেখা যাচ্ছে, বাথটাবের জলে দাঁড়িয়ে রয়েছে তারা। সাবানের বুদবুদে ভর্তি বাথটাব। এখন খেলার সময় না! যুদ্ধের প্রস্তুতি নিতে হবে যে! তাই শরীর চর্চায় মেতেছে তারা। নীল রঙের সুইমস্যুটে ইনায়া ও তৈমুরের পরনে হলুদ রঙের এক জোড়া সুইমিং ট্রাঙ্ক।

Advertisement

ছবিটিকে পোস্ট কার্ডের আকারে এডিট করেছেন অভিনেত্রী। নীচে লেখা, ’০১/০১/২১’। আর ক্যাপশনে লেখা, ‘২০২১-এর জন্য প্রস্তুত আমরা।’

তুতো ভাই বোনের ছবিতে ভর্তি তাদের মায়েদের সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী সোহা আলি খান ও অভিনেতা কুণাল খেমুর একমাত্র মেয়ে ইনায়া খেমুর জনপ্রিয়তাও করিনা ও সইফের ছেলে তৈমুরের থেকে কিছু কম না। আর দু’জনের একসঙ্গে ছবি পোস্ট হলে যে নেটাগরিকদের উত্তেজনা বাড়বে, তা তো জানাই কথা। কমেন্ট বক্স ভরে উঠল আদরে।

Advertisement

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

আরও পড়ুন: নতুন বছরে ‘রশিদ-মুখার্জি-খান’, গঙ্গা-পদ্মা মিশিয়ে দিলেন মিথিলা

আরও পড়ুন: রণথম্বোরে ছুটি কাটাতে গিয়ে প্রথম ছবি পোস্ট করলেন রণবীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement