Karan Johar

Karan Johar: প্রশ্ন ‘চুরি’র অভিযোগ উঠল কর্ণ জোহরের বিরুদ্ধে, বিতর্কে পরিচালক

সদ্য শুরু হয়েছে কর্ণ জোহরের নতুন শো ‘কফি উইথ কর্ণ’। দু’টি পর্ব পেরোতে না পেরোতেই বিতর্কের মুখে পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৩:৩৫
Share:

বিতর্কে কর্ণ জোহর

প্রশ্ন চুরি করা হয়েছে। কর্ণ জোহরের বিরুদ্ধে উঠল কুম্ভীলকবৃত্তির অভিযোগ। দু’সপ্তাহ হল শুরু হয়েছে কর্ণের জনপ্রিয় শো ‘কফি উইথ কর্ণ’-এর নতুন সিজন। প্রথম সপ্তাহের অতিথি ছিলেন অলিয়া ভট্ট এবং রণবীর সিংহ। দ্বিতীয় সপ্তাহে উপস্থিত হয়েছিলেন সারা আলি খান ও জাহ্নবী কপূর।

Advertisement

আর সারা-জাহ্নবীর পর্বের পর থেকেই শুরু যাবতীয় বিতর্কের। কর্ণ জোহরের শো মানেই সেখানে পরতে পরতে মজা, আড্ডা আর দারুণ সব প্রশ্ন। এ বার কর্ণের প্রশ্নের দিকেই উঠল আঙুল। অভিযোগ ,নিজের শো-তে যে সব প্রশ্ন পরিচালক তৈরি করেছেন, তা অন্য অনুষ্ঠান থেকে চুরি করা।

এই নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে পরিচালক। ‘কফি উইথ কর্ণ’ নিয়ে আগেও তৈরি হয়েছে নানা রকম বিতর্ক। তবে কর্ণের প্রশ্ন নিয়েই কোনও দিনই সমালোচনা তৈরি হয়নি। এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালক। তাঁর দলের তরফেও আসেনি কোনও জবাব। তবে এখন দেখার, এই বিতর্কের জল কত দূর গড়ায়!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement