Karan Johar

Gauri Khan: ছেলে আরিয়ান খানের মাদক কাণ্ডে যোগ, নীরবতা ভাঙলেন মা গৌরী?

নীরবতা ভাঙছেন গৌরী খান? কর্ণ জোহর শো-তে এসে মুখ খুলবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ২২:৩৩
Share:

মুখ খুললেন গৌরি?

এই এক বছরে কম ঝড় যায়নি তাঁদের উপর দিয়ে। মাদক কাণ্ডে ছেলে আরিয়ান খানের নাম। তারপর থেকে একপ্রকার নিজেকে গুটিয়ে নিয়ে ছিলেন শাহরুখ খান এবং গৌরী খান। ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। কিন্তু এ প্রসঙ্গে এখনও অবধি মুখ খোলেননি কেউই। অবশেষে মুখ খুললেন মা গৌরী।

Advertisement

সদ্য শুরু হয়েছে ‘কফি উইথ কর্ণ’-এর নতুন সিজন। কর্ণের অতিথি হয়েই মঞ্চে এসেছিলেন খান পত্নী। কর্ণ-গৌরীর বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রিতে সকলের জানা। আরিয়ানের বিপদের সময়ও পাশে ছিলেন পরিচালক। শাহরুখও কর্ণের খুবই ঘনিষ্ঠ। তাই কর্ণের শো-তে এসে যদি গৌরী আরিয়ানের জেল এবং সেই ভয়ানক পরিস্থিতি বিষয়ে মুখ খোলেন তা হলে অবাক হওয়ার কিছু নেই।

সকলের ধারণা এমনটাই। সূত্র বলছে ঘটেছেও তেমনটাই। গৌরীকে নিজের দিদি বলেই মানেন কর্ণ। তাই এই শোতেই যে সেই পরিস্থিতি নিয়ে কথা বলবেন মা গৌরী, সকলের আশা এমনটাই।ইতিমধ্যেই আলিয়ার বিয়ে, রণবীরের সঙ্গে দীপিকার রসায়ন নিয়ে চর্চা তুঙ্গে। এর পরেও দর্শকের জন্য যে অনেক চমক অপেক্ষা করছে তা বলাই যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement