Karan Johar

কর্ণের প্রাইভেট অ্যাকাউন্ট

‘কর্ণঅ্যাফেয়ার্স’ নামে একটি প্রাইভেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন কর্ণ, যার ফলোয়ারদের মধ্যে রয়েছেন কর্ণের কাছের বন্ধুরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২০ ০০:০৭
Share:

কর্ণ

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে তাঁর ভক্তদের প্রবল ঘৃণার মুখে পড়েছিলেন কর্ণ জোহর। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বিদ্বেষের মাত্রা এতটাই বেড়ে যায় যে, কর্ণের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা কমে যায় একলাফে অনেকটা। সুশান্তের সঙ্গে নিজের একটি ছবিই শেষ পোস্ট করেছিলেন কর্ণ, তার পর থেকে আর কোনও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখা যায়নি তাঁর। নিজের ‘ফলোয়িং’-এর সংখ্যাও কমিয়ে দিয়েছিলেন কর্ণ। সম্প্রতি নীতু কপূরের জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল কর্ণকে। এর পরেই আবিষ্কার হয়, ‘কর্ণঅ্যাফেয়ার্স’ নামে একটি প্রাইভেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন কর্ণ, যার ফলোয়ারদের মধ্যে রয়েছেন কর্ণের কাছের বন্ধুরা। গৌরী খান, সুহানা খান, অনন্যা পাণ্ডে, শ্বেতা বচ্চনরা ফলো করেছেন সেই অ্যাকাউন্টটিকে। ইনস্টাগ্রামে সেই প্রাইভেট অ্যাকাউন্টটির হদিশ পাচ্ছেন না নেটিজ়েনরা। তা হলে কি কর্ণ তা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন? না কি অন্য নামের অ্যাকাউন্ট থেকে চালিয়ে যাচ্ছেন অ্যাক্টিভিটি? সোশ্যাল মিডিয়ায় আগের মতো স্বমহিমায় কর্ণকে ফিরতে দেখা যাবে কি না, তা অবশ্য সময়ই বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement