Karan Johar

Karan Johar: নয়নতারাকে অপমান করছেন কেন? কর্ণের মন্তব্যে চটলেন অনুরাগীরা

ফের বিতর্কে 'কফি উইথ কর্ণ'। এ বার নয়নতারার নাম নিয়ে বিপাকে পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ২০:২৭
Share:

বিতর্কে কর্ণ জোহর

'কফি উইথ কর্ণ' আর বিতর্ক। যেন একে অন্যের পরিপূরক। নতুন সিজনেও ফের তাঁর মন্তব্য ঘিরে শোরগোল! এ বার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী নায়িকা নয়নতারা।

Advertisement

আগের সপ্তাহের পর্বে কর্ণের অতিথি হয়ে এসেছিলেন সামান্থা প্রভু এবং অক্ষয় কুমার৷ সেখানেই সামান্থাকে কর্ণ জিজ্ঞেস করেন সামান্থার চোখে সেরা নায়িকা কে? অভিনেত্রী দক্ষিণী তারকা নয়নতারার নাম নেন। আর সেখানেই বেধেছে সমস্যা। সামান্থা নয়নতারার নাম নিতেই ইঙ্গিতপূর্ব হাসি দেন কর্ণ৷ বলেন, "যদিও আমার তালিকায় নয়নতারা নেই।"

কর্ণের এই উত্তরেই রেগে আগুন নয়নতারার অনুরাগীরা৷ তাঁদের অভিযোগ, নায়িকাকে অপমান করেছেন পরিচালক।

Advertisement

দক্ষিণী ছবির জনপ্রিয় মুখ নয়নতারা৷ কিছু দিন আগেই বিয়ে করেছেন৷ ঝুলিতে ছবির সংখ্যা ৭০টিরও বেশি। আতলির নতুন ছবিতে বলিউডের 'বাদশা' শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement