আপনি হাসতে ভালবাসেন? তা হলে নিশ্চয়ই কমেডিয়ান কপিল শর্মাও আপনার বেশ পছন্দের। সাধারণ পরিবার থেকে উঠে আসা কপিল নিজের গুণের জোরেই আজ মুম্বইয়ে সুপ্রতিষ্ঠিত। কিন্তু জানেন কি, সাংবাদিককে ফোন করে গালাগালি দেওয়া থেকে শুরু করে, অভিনেত্রীর সঙ্গে খারাপ ব্যবহার... কপিল শর্মা বরাবরই থেকেছেন বিতর্কের শিরোনামে। এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই কিছু ঘটনা।
১৯৮১ সালে ২ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে জন্ম কপিলের। বাবা ছিলেন হেড কনস্টেবল। মা গৃহবধূ। বাবা ক্যানসারে মারা যান ২০০৪ সালে। কপিলও ভাগ্যের অন্বেষণে পাড়ি জমান মুম্বইয়ে।
কপিল চেয়েছিলেন গায়ক হতে। কপিল যে ভাল গানও করেন, তা তাঁর শো-তে বহু বারই দেখা গিয়েছে। কিন্তু ভাগ্য তাঁর জন্য লিখছিল অন্য গল্প। এক রিয়ালিটি শো-তে অংশ নেন কপিল। সেরার শিরোপা যেতেন। আর তা থেকেই কপিলের স্বপ্ন ক্রমশ উড়াল নিতে শুরু করে।
এর পর একে একে বিভিন্ন রিয়ালিটি শো-তে সঞ্চালনার দায়িত্ব থেকে শুরু করে বর্তমানে তাঁর নামেই শো ‘কমেডি নাইটস উইদ কপিল’। হয়েছেন সিনেমার নায়কও। কিন্তু ইন্ডাস্ট্রির গুঞ্জন, এই কপিলই নাকি বাস্তব জীবনে অত্যন্ত রগচটা। সমালোচনা কিছুতেই নাকি হজম হয় না তাঁর।
আর তা যে খানিক সত্যি, তার প্রমাণ পাওয়া গিয়েছিল বছর দু’য়েক আগে। কপিলের এক সিনেমা মুক্তি পেয়েছিল সে সময়। মুম্বইয়ের এক সংবাদ মাধ্যম সেই ছবিটিকে বেশ খারাপ রেটিং দিয়েছিল। এমনকি কপিলকে আদৌ অভিনেতার তকমা দেওয়া যায় কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তাঁরা।
এর কিছু দিন পরেই ওই সংবাদ মাধ্যমের সম্পাদককে ফোন করেন কপিল। কথোপকথন প্রথমে বেশ ভাল ভাবে শুরু হলেও হঠাৎই মেজাজ হারিয়ে ওই ব্যক্তিকে অকথ্য ভাষায় গালগালাজ করতে শুরু করেন কপিল।
এখানেই শেষ নয়। অভিযোগ, ওই ব্যক্তির পরিবার, মা, স্ত্রী এবং কন্যাকে নিয়েও কুৎসিত মন্তব্য করেন কপিল। সম্পাদক গোটা ফোনকলটিই রেকর্ড করেছিলেন।
সেটি প্রকাশ্যে আসতেই শুরু হয় প্রবল হইচই। যদিও কপিল ছিলেন নির্বিকার। তাঁর যুক্তি ছিল, তাঁর সম্পর্কে ‘ফেক নিউজ’ লেখার কারণে তিনি ক্রমশ হতাশায় ডুবে যাচ্ছিলেন। আর তারই বহিঃপ্রকাশ হল ওই দিনের ফোনকল।
এখানেই শেষ নয়, এর ঠিক দু’বছর আগে মরাঠি অভিনেত্রী দীপালি সায়াদ প্রকাশ্যে খারাপ ব্যবহারের অভিযোগ আনেন কপিলের বিরুদ্ধে। দীপালি জানান, এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন কপিল। যদিও কপিল সেই অভিযোগ মানেননি।
এখানেই শেষ নয়। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কপিল নাকি মদ্যপ অবস্থায় খারাপ ব্যবহার করেছিলেন বলিউডের আরও বেশ কিছু মানুষের সঙ্গে। এঁদের মধ্যে রয়েছেন মোনালি ঠাকুর, তনিশা মুখোপাধ্যায়ও।
শোনা যায়, কপিলের শো ‘কমেডি নাইটস উইদ কপিল’-এর নির্মাতাদের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে ছিলেন কপিল। সে সময় কপিল একই সঙ্গে শো এবং হিন্দি ছবিতে অভিনয়ও করছেন। তিনি প্রযোজকদের কাছে দাবি রাখেন, নয় চার মাস শো বন্ধ রাখতে হবে অথবা সপ্তাহে একটা করে শো করাতে হবে। যথারীতি তা মানতে চাননি নির্মাতারা।
এখানেই শেষ নয়, কপিলের সঙ্গে আর এক কমেডিয়ান সুনীল গ্রোভারের ঝামেলার কথা তো প্রায় সকলেরই জানা। মত্ত অবস্থায় এক ব্যক্তির সঙ্গে কপিল মারামারিতে জড়িয়ে পড়লে সুনীল থামাতে যান। কিন্তু তাতে কপিল রেগে গিয়ে উল্টে সুনীলের উপরেই চড়াও হন। এতে খারাপ লাগে সুনীলের। যদিও পরবর্তীতে তাঁরা নিজেদের মধ্যে সব সমস্যা মিটিয়েও নেন।
বিতর্ক থাকলেও কপিল শর্মার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। তাঁর মারাত্মক হাসানোর ক্ষমতা, সূক্ষ্ম রসবোধে ক্লিন বোল্ড সবাই।