Kapil Sharma

Kapil Sharma: ছোট্ট মেয়েকে নিয়ে অনুষ্ঠান দেখতে যাওয়ার আর্জি, অনুরাগীকে কী উত্তর দিলেন কপিল

অনুরাগীর অনুরোধ চোখ এড়ায়নি কপিলের। উত্তরও দিয়েছেন কৌতুক অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৮:০৩
Share:

কপিল শর্মা।

ছোট্ট মেয়ে এবং পরিবারের সদস্যদের নিয়ে কপিল শর্মার অনুষ্ঠান দেখতে যেতে চান। টুইটারে এমন ইচ্ছাই প্রকাশ করেছিলেন মনীশ নামে এক ব্যক্তি।

Advertisement

মেয়ের সঙ্গে ছবি দিয়ে টুইটারে কপিলকে উদ্দেশ্য করে লিখেছিলেন-- ‘আমার মেয়ে প্রথম বার মুম্বইয়ে বেড়াতে এসেছে। আপনার লাইভ অনুষ্ঠান দেখতে চায়। আপনার অনুষ্ঠান ওর খুব পছন্দের। আমরা ২৩ তারিখ সকালেই এখান থেকে চলে যাব। তার আগে আমার মেয়ে এবং পরিবারকে আপনার অনুষ্ঠান দেখার একটি সুযোগ দিন।’

অনুরাগীর এই অনুরোধ চোখ এড়ায়নি কপিলের। উত্তরও দিয়েছেন কৌতুক অভিনেতা। লিখেছেন, ‘আমরা কাল শ্যুট করছি। আপনার ফোন নম্বর আমাকে দিন। আমার দলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আপনার আসার ব্যবস্থা করে দেব।’

Advertisement

কপিলের এই পদক্ষেপে আপ্লুত তাঁর অনুরাগীরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কৌতুকাভিনেতাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement