Ajay Devgn

Ajay Devgn: ইন্ডাস্ট্রিতে তিন দশক পার! অজয়ের উদ্দেশে আবেগঘন বার্তা অমিতাভের

‘শান্ত অজয়কে প্রথম ওর বাবার বীরু দেবগণের সঙ্গে প্রথম দেখেছিলাম। আমার ছবিতে তিনি স্টান্ট শেখাতে আসতেন। আজ সেই অজয় একজন প্রযোজক, পরিচালক এবং আমার প্রতিবেশী।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৬:৪০
Share:

অজয়ের এত বছরের কাজকে অভিনন্দন জানালেন স্বয়ং অমিতাভ বচ্চন।

বলিউডে তিন দশক পার করলেন অজয় দেবগণ। ১৯৯১ সালে ২২ নভেম্বর ‘ফুল অউর কাঁটে’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। অজয়ের এত বছরের কাজকে অভিনন্দন জানালেন স্বয়ং অমিতাভ বচ্চন।

Advertisement

ফেসবুকে ‘বিগ বি’ লিখলেন, ‘ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্ণ করলেন অজয় দেবগণ। ১৯৯১ সালে এই দিনেই তাঁর প্রথম ছবি ‘ফুল অউর কাঁটে’ মুক্তি পেয়েছিল। ও খুবই মৃদুভাষী, নিজের কাজ নিয়ে থাকে, কাজের প্রতি ভালবাসা আছে। ওকে শুভেচ্ছা জানাই। অজয়, আরও ৭০ বছর এ ভাবেই কাজ করে যাও।’ পুরনো দিনের কথা মনে পড়ছে অমিতাভের।

অজয়ের অতীত থেকে বর্তমান ফিরে দেখলেন, ‘শান্ত অজয়কে প্রথম ওর বাবার বীরু দেবগণের সঙ্গে প্রথম দেখেছিলাম। আমার ছবিতে তিনি স্টান্ট শেখাতে আসতেন। আজ সেই অজয় একজন প্রযোজক, পরিচালক এবং আমার প্রতিবেশী।’

Advertisement

অমিতাভের অভিনন্দন অজয়ের চোখ এড়িয়ে যায়নি। প্রবীণ অভিনেতার উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যর।’

‘খাকি’, ‘আগ’, ‘হম কিসিসে কম নেহি’, ‘মেজর সাব’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অজয় এবং অমিতাভ। এ বার ‘মে ডে’ ছবিতে ফের ফিরবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement