Kanye West

মিটিংয়ে কিমের পর্ন ভিডিয়ো দেখাতেন সহকর্মীদের! অভিযোগ প্রাক্তন স্বামী কেনির বিরুদ্ধে

কর্মীদের পর্ন ভিডিয়ো এবং অশালীন ছবি দেখিয়ে বেড়াতেন কেনি, যা কিনা ‘যৌনহেনস্থা’ বলেই গণ্য হয়েছে। সব মিলিয়ে আইনি সমস্যায় পড়তে চলেছেন র‍্যাপ তারকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১২:৪১
Share:

নানা বিষয়ে বিতর্ক তুলে প্রায়ই শিরোনামে থাকেন কেনি ওয়েস্ট। ফাইল চিত্র।

কর্মস্থলে ‘বিকৃত’ আচরণের অভিযোগ উঠল আমেরিকার র‍্যাপ তারকা কেনি ওয়েস্টের বিরুদ্ধে। নানা বিষয়ে বিতর্ক তুলে শিরোনামে প্রায়ই থাকেন মডেল তারকা কিম কার্দাশিয়ানের প্রাক্তন। তবে এ বার তাঁর বিরুদ্ধে অভিযোগ আরও ভয়াবহ।দাবি করা হয়েছে, দুই বিখ্যাত ফ্যাশন সংস্থার প্রাক্তন কর্মীদের পর্ন ভিডিয়ো এবং অশালীন ছবি দেখিয়ে বেড়াতেন কেনি, যা কিনা ‘যৌনহেনস্থা’ বলেই গণ্য হয়েছে। সব মিলিয়ে আইনি সমস্যায় পড়তে চলেছেন কেনি।

Advertisement

কী করেছিলেন কেনি? প্রাক্তন কর্মীদের অভিযোগ, চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন মিটিংয়ে কিমের খোলামেলা ছবি এবং ভিডিয়ো দেখিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, কেনি নিজের নিরাবরণ ভিডিয়োর সংগ্রহ দেখিয়েছেন মহিলা সহকর্মীদের, এমনটাও অভিযোগ।

এক বয়োজ্যেষ্ঠ কর্মচারী দাবি করেছেন, তিনি অন্তত পাঁচ বার কেনিকে মিটিংয়ের মধ্যে পর্নোগ্রাফির ভিডিয়ো চালাতে দেখেছেন। সেই মর্মে কর্মীরা মিলে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। যেখানে কেনির ‘আপত্তিকর আচরণ’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ফ্যাশন সংস্থার ভাবমূর্তি নষ্টের অভিযোগও আনা হয়েছে তাঁর নামে।কেনির বিরুদ্ধে আচরণে অসঙ্গতির অভিযোগ এই প্রথম নয়। ২০২১-এর ফেব্রুয়ারি মাসে কেনিকে বিচ্ছেদের নোটিস ধরান তাঁর প্রাক্তন স্ত্রী কিম। দীর্ঘ ৭ বছর একসঙ্গে থাকার পর হঠাৎ এই সিদ্ধান্ত কেন কিমের? হইচই পড়ে গিয়েছিল। কিম অবশ্য নিজমুখেই জবাব দিয়েছিলেন।

Advertisement

বোন ক্লোই কার্দাশিয়ানের সঙ্গে ‘দ্য কার্দাশিয়ানস’ শো-এ এসে কিম বলেন, ‘‘কেনির সঙ্গে আমার সম্পর্ক আসলে কেমন ছিল সেটা জানলে চমকে যাবে লোকে। উল্টে আমাকেই জিজ্ঞেস করবে, এত দিন টানলে কী ভাবে?’’

কিমের দাবি, সন্তানদের জন্যই এত কাল তিনি মুখ বুজে সহ্য করেছেন সব। আপ্রাণ চেষ্টা করেছেন সম্পর্কটা টিকিয়ে রাখতে। কিন্তু পারেননি শেষমেশ। তা নিয়ে অবশ্য আফসোস নেই অভিনেত্রীর। অপরাধবোধও নেই। জানালেন, এর বেশি আর টানতে পারেননি ‘অসুস্থ’ সম্পর্ক।

আগেও কেনির সঙ্গে মনোমালিন্য নিয়ে মুখ খুলেছেন কিম। তবে কেনি যে বার বার কিমকে বিভিন্ন জটিলতা থেকে বাঁচিয়েছেন, সে কথাও অস্বীকার করেননি কখনও। দ্বিতীয় বার যৌনদৃশ্যের ভিডিয়ো ফাঁস হয়ে যাওয়ার হাত থেকে কিমকে বাঁচিয়েছিলেন তাঁর প্রাক্তন স্বামীই। বিবাহবিচ্ছেদের পরে এখন যৌথ দায়িত্বে সন্তানদের বড় করছেন প্রাক্তন দম্পতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement