গ্রেফতারির পর অভিনেতা চেতন কুমার। ছবি: সংগৃহীত।
হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন দক্ষিণী ছবির অভিনেতা চেতন কুমার। একটি টুইট করে একেবারে জেলে অভিনেতা। শেষাদ্রিপুরম পুলিশ গ্রেফতার করে চেতনকে। বজরং দলের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার চেতন। কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কী লিখেছিলেন চেতন?
অভিনেতা চেতন কুমার টুইট করে লেখেন, হিন্দুধর্মের গোটাটাই মিথ্যের উপর দাঁড়িয়ে। এখানেই না থেমে অভিনেতা বলেন, ‘‘সাভারকর বলেছিলেন ভারত রাষ্ট্রের জন্ম সেই সময় যখন রাম রাবণকে পরাজিত করে অযোধ্যায় ফেরেন। এটাও একটা মিথ্যা। ১৯৯২ সালে বলা হল, বাবরি মসজিদ রামের জন্মভূমি সেটাও মিথ্যা। আজ ২০২৩-এ বলছে উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়া টিপু সুলতানকে মেরেছে, সেটাও মিথ্যা।’’
বিতর্কিত মন্তব্যকে করে পরিবেশ উত্তপ্ত আগেও করেছেন অভিনেতা। এর আগে হিজাব বিতর্কে বিচারপতির সমালোচনা করে গ্রেফতার হন। এ বার হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার অভিনেতাকে মঙ্গলবারই তোলা হবে কোর্টে। যদিও অভিনেতার এ হেন মন্তব্যে নিন্দার ঝড় টুইটার জুড়ে।