Sara Ali Khan

কার্তিকের সঙ্গে প্রেম ভাঙার পর মা অমৃতা কী বলেন সারাকে?

সারার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে কখনও সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে, কখনও আবার উঠে এসেছে কার্তিক আরিয়ানের নাম। তবে ‘লভ আজ কাল ২’-এর পর প্রেম ভাঙে অভিনেত্রীর। শুনে কী বলেছিলেন মা অমৃতা সিংহ?

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৫:৫২
Share:

মেয়ের প্রেম ভাঙায় মা অমৃতার প্রতিক্রিয়া। ছবি: সংগৃহীত।

প্রেম এসেছিল কার্তিক আরিয়ান ও সারা আলি খানের জীবনে। তবু বেশি দিন একসঙ্গে চলা হয়নি তাঁদের। ‘লভ আজ কাল ২’ ছবির সেটে চুটিয়ে প্রেম করেছেন। কর্ণ জোহরের কফির আড্ডায় যখন তাঁরা অতিথি হয়ে এসেছিলেন, সে বারও নিজেদের অভিসার এবং প্রেমের রোমাঞ্চ নিয়ে কথা বলে ফেলছিলেন জুটিতে। যদিও সরাসরি কবুল করেননি দুই তারকার কেউ-ই। তবু তাঁদের প্রেমের কথা জানার বাকি ছিল না কারও। তবে ছবির শেষের সঙ্গে মেয়াদ ফুরোলো প্রেমের। সেই সময় মন ভেঙেছিল সারার। ঘনিষ্ঠ সূত্রের খবর, সেই সময় বেজায় ধাক্কা খান অভিনেত্রী। তবে সারার মন ভাঙায় কী বলেছিলেন মা অমৃতা সিংহ?

Advertisement

সইফ আলি খানের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র ৯। এর পর মায়ের কাছে থেকে, তাঁর আদর্শেই ধীরে ধীরে বেড়ে ওঠেন অভিনেত্রী। তাই অমৃতাকে ঘিরেই আবর্তিত সারার জীবন। মা যেমন তাঁর সব চেয়ে ভাল বন্ধু, ঠিক তেমনই তাঁকে যমের মতো ভয় পান সারা। তাই সম্পর্ক ভাঙার পর সেই মায়ের কোলই যেন সারার আশ্রয়, মেয়ের প্রেম ভাঙার প্রসঙ্গে অমৃতা বলেন, ‘‘যা হয়েছে হয়েছে, এমনটা হয়ে থাকে।’’

যদিও অভিনেত্রী প্রেম ভাঙা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বাবা সইফ। তবে সারার কথায়, ‘‘লভ আজ কাল ২ ছবিতে আমার অভিনয় দেখে খারাপ লেগেছিল বাবার, সেটা জানিয়েছিল।’’ সারা-কার্তিকের সম্পর্ক নেই। তবে খুব শীঘ্রই পর্দায় জুটি বাঁধবেন তাঁরা ‘আশিকি ৩’ ছবিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement