Shahid kapoor

Kangana-Shahid: শাহিদের সঙ্গে রাত কাটানো যেন দুঃস্বপ্ন: কঙ্গনা রানাউত

ভরদ্বাজের ছবি ‘রঙ্গুন’-এর শ্যুটিংয়ের সময়ে একটি জঙ্গলের মাঝে তাঁবু খাটিয়ে থাকা হয়েছিল দিন কয়েক। একই তাঁবুতে রাত কাটাতে হয়েছিল কঙ্গনা-শাহিদকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৭
Share:

‘রঙ্গুন’-এ কঙ্গনা এবং শাহিদ

বলিপাড়ায় খুব কম তারকা রয়েছেন, যাঁর সঙ্গে কঙ্গনা রানাউতের সম্পর্ক ভাল। গোটা বলিউডকে তিনি ‘বুলিউড’ তকমা দিয়েছেন স্বজনপোষণের অভিযোগ তুলে। তাই ধারণা করে নেওয়াই যায় যে, তারকা-সন্তান শাহিদ কপূরের সঙ্গেও খুব বেশি বনে না কঙ্গনার। যদিও শাহিদ কখনও তাঁর সহ-অভিনেত্রীর সমালোচনা করেননি, কিন্তু এক সাক্ষাৎকারে কঙ্গনা ‘যব উই মেট’-এর নায়কের সম্পর্কে নানাবিধ কথা বলেন।

Advertisement

বিশাল ভরদ্বাজের ছবি ‘রঙ্গুন’-এর শ্যুটিংয়ের সময়ে একটি জঙ্গলের মাঝে তাঁবু খাটিয়ে থাকা হয়েছিল দিন কয়েক। একই তাঁবুতে রাত কাটাতে হয়েছিল কঙ্গনা-শাহিদকে। সেই সব দিনগুলি নাকি কঙ্গনার কাছে ‘দুঃস্বপ্ন’- এর সমান।

কঙ্গনার অভিযোগ, প্রতি দিন সকালে তাঁর ঘুম ভাঙত কান ফাটানো গানে। শাহিদ নাকি সকাল সকাল জোরে গান চালিয়ে শরীরচর্চা করতেন। শাহিদের জ্বালায় কঙ্গনা অন্য তাঁবুতে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন কলাকুশলীদের। কিন্তু তাঁর সে আর্জি পূরণ করা হয়েছিল কিনা তা খোলসা করেননি ‘কুইন’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement