Kangana Ranaut

জন্মদিনে কন্যাপুজো

জন্মদিনে কুমারীপুজো করলেও, করোনার জেরে যেখানে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে এমন উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ০০:০৫
Share:

মা-বাবার সঙ্গে কঙ্গনা(বাঁ দিকে)। চলছে কুমারী পুজো(ডান দিকে)

সোমবার ছিল কঙ্গনা রানাউতের জন্মদিন। করোনার প্রকোপে গত সপ্তাহেই শুটিং বন্ধ হয়ে গিয়েছে দেশ জুড়ে। মানালিতে নিজের বাড়ি চলে গিয়েছিলেন গত সপ্তাহেই। সেখানে এক অভিনব পুজোর আয়োজন করা হয়েছিল কঙ্গনার পরিবারের তরফে। যে মন্দিরে দুর্গাপুজো হয়, সেখানে ছোট ছোট মেয়েদের দেবীরূপে পুজো করা হয়েছে। জন্মদিনে কুমারীপুজো করলেও, করোনার জেরে যেখানে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে এমন উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ দিন উজ্জ্বল গোলাপি রঙের শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। রান্না হয়েছিল তাঁর পছন্দের খাবার। ভক্তদের উদ্দেশে একটি ভিডিয়োও পোস্ট করেন কঙ্গনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement