Ramya Krishnan

প্রশংসায় পঞ্চমুখ

‘থালাইভি’র হল রিলিজ়ের দিন অবশ্য এখনও নিশ্চিত নয়, যদিও ছবিটির ডিজিটাল রাইটস এর মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ০০:০২
Share:

রম্যা-কঙ্গনা

গৌতম বাসুদেব মেননের পরিচালনায় ‘কুইন’ সিরিজ়ের সিজ়ন টু শুট করছেন রম্যা কৃষ্ণন। জয়ললিতার জীবনের ছায়ায় তৈরি এই সিরিজ়। অন্য দিকে জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে মুখ্য চরিত্রে কঙ্গনা রানাউত। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ রম্যা। কঙ্গনাকে গাটসি, সেল্ফমেড ও আর এক ‘কুইন’ বলে উল্লেখ করেন তিনি। এর আগে রম্যার প্রশংসাও শোনা গিয়েছিল কঙ্গনার কণ্ঠে। অভিনেত্রী বলেছিলেন, ‘সন্ড কী আঁখ’-এর মতো ছবিতে তিনি রম্যাকে দেখতে চান। একই চরিত্র অবলম্বনে তৈরি দু’টি ভিন্ন ছবি ও সিরিজ়ে কাজ করলেও দুই অভিনেত্রীর একে অপরের প্রতি এই শ্রদ্ধা দৃষ্টান্তমূলক মনে করছেন অনেকেই।

Advertisement

‘থালাইভি’র হল রিলিজ়ের দিন অবশ্য এখনও নিশ্চিত নয়, যদিও ছবিটির ডিজিটাল রাইটস এর মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। দক্ষিণী ছবিতে রম্যার নাম তাঁর বলিষ্ঠ চরিত্রের জন্যই। সে দিক থেকেও কঙ্গনার সঙ্গে তাঁর মিল। ‘কুইন’-এর প্রথম সিজ়ন প্রশংসিত হয়েছিল। তাই দ্বিতীয় সিজ়নের অপেক্ষায় দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement