Kangana Ranaut

এয়ারফোর্স পাইলটের চরিত্রে

প্রযোজক রনি স্ক্রুওয়ালা বলেছেন, ‘‘ইন্ডিয়ান এয়ারফোর্সের সাহসী ফাইটার পাইলটদের উদ্দেশে এই ছবি আমাদের শ্রদ্ধার্ঘ্য।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:০২
Share:

কঙ্গনা

কঙ্গনা রানাউতের আরও একটি নতুন ছবির ঘোষণা হল সোমবার। প্রযোজনা সংস্থা আরএসভিপি ‘উরি’র বিশাল সাফল্যের পরে ওই ঘরানাতেই আরও একটি ছবি তৈরি করবে। নাম ‘তেজস’। ছবিতে এয়ারফোর্স পাইলট রূপে কঙ্গনার একটি লুকও প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিচালনা করবেন সর্বেশ মেওয়ারা। গল্পও তাঁর লেখা। এটি পরিচালকের প্রথম ছবি।

Advertisement

প্রযোজক রনি স্ক্রুওয়ালা বলেছেন, ‘‘ইন্ডিয়ান এয়ারফোর্সের সাহসী ফাইটার পাইলটদের উদ্দেশে এই ছবি আমাদের শ্রদ্ধার্ঘ্য।’’ কঙ্গনা রানাউত এই ছবি সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘‘ইউনিফর্ম পরা মহিলাদের অবদান অনেক সময়েই নজর এড়িয়ে যায়। এমন এক বিজয়িনীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুবই গর্বিত।’’

বলিউডে দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে পরপর যে ধারার ছবি হচ্ছে, সেখানে ‘তেজস’ও ব্যতিক্রম নয়। এই ছবির মুখ্য চরিত্রে বিজেপি-ঘনিষ্ঠ কঙ্গনার নির্বাচনও অস্বাভাবিক নয়। তবে এই ট্রাম্প কার্ডের জেরে কঙ্গনা বক্স অফিস পাবেন কি না, তা বিবেচ্য। কারণ তাঁর শেষ দু’টি ছবি ‘মণিকর্ণিকা...’ ও ‘পঙ্গা’ বক্স অফিসে তেমন ব্যবসা করেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement