কমলেশ্বর মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।
সমকালীন সময়কে নিয়েই কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘মুখোমুখি’। চলতি সময়ের আর্থ-সামজিক, রাজনৈতিক সমস্যার মুখোমুখি গল্পে বর্ণিত চরিত্ররা। ছবিতে লেখিকা ও পাঠকের গল্পের বুননে তৈরি হয়েছে দু’টি চরিত্র অনসূয়া ও শৌনক।
সামাজিক বাস্তবতার শিকার শৌনক। কিন্তু বাস্তব পরিস্থিতিকেই অন্য চোখে দেখাতে ছবিতে তৈরি হয়েছে এক ‘অন্য মানুষ’। তিনি কী করে সামাজিক বাস্তবতাকে অতিক্রম করে নতুন দুনিয়ায় নিয়ে গেল ছবির চরিত্রদের, সেটাই উপজীব্য বিষয়। যেমন গল্পে, তেমনই ছবি বানানোর কৌশল নিয়েও অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন কমলেশ্বর।
একটি সেটে ছবির ইনডোর-আউটডোর শুটিং হয়েছে। ‘‘বাংলা ছবিতে এর আগে কোনও সেটে এই আঙ্গিকে শুটিং হয়েছে বলে মনে পড়ে না,’’ বললেন পরিচালক।
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত, পায়েল সরকার, সাহেব ভট্টাচার্য, অঞ্জন দত্ত প্রমুখ।